International Shopping Festival: কলকাতায় প্রথমবার দুবাইয়ের আদলে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল, পুজোর আগে শহরে কেনাকাটার ধুম

Prosun Kanti Das

Published on:

Advertisements

International Shopping Festival: কলকাতা এবার পুজোর আগে পেতে চলেছে এক দুর্দান্ত উপহার – আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল (International Shopping Festival)! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শহরে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই বিশাল শপিং উৎসব, যা ২০-২৪ সেপ্টেম্বর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দুবাইয়ের খ্যাতনামা শপিং ফেস্টিভ্যালের আদলে তৈরি এই ইভেন্টে দেশ-বিদেশের বিখ্যাত ব্র্যান্ড ও শিল্পপণ্য প্রদর্শন করা হবে, যা নিশ্চিতভাবেই কলকাতার মানুষের কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে।

Advertisements

নবান্নের তথ্য অনুযায়ী, এই উৎসবে থাকছে ৫০০ থেকে ৫৫০টি আন্তর্জাতিক মানের স্টল, যেখানে ভারতসহ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এবং আরও অনেক দেশের পণ্য প্রদর্শিত হবে। এ যেন এক রঙিন বাণিজ্যের হাট, যেখানে বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি, শিল্প এবং উদ্ভাবনী পণ্যের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ মিলবে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন শপিং মলে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিশাল সম্ভার থাকবে গ্রাহকদের জন্য।

Advertisements

বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে শিল্পপতিদের সাথে বৈঠকে এই বিশাল আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান শিল্পপতি, কলকাতা এবং জেলার বণিকসভার প্রতিনিধিরা এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। উৎসবের সফল বাস্তবায়নের জন্য একাধিক দপ্তরের সচিবদের পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি কাজের জন্য আলাদা ইনচার্জ নিয়োগ করা হয়েছে, যাতে পুরো ইভেন্ট মসৃণভাবে পরিচালিত হয়।

Advertisements

এছাড়াও, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন বা BGBS অনুষ্ঠিত হবে, যেখানে ৪০০-৪৫০ জন বিদেশি অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার শিল্পপতিদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ‘ইজ অফ ডুইং বিজনেস’ প্রকল্পটি অন্যতম, যা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কলকাতার কাছেই নতুন এক এয়ারপোর্ট, কোথায় তৈরীর পরিকল্পনা

এই শপিং ফেস্টিভ্যাল (International Shopping Festival) কেবল কলকাতার বাণিজ্যিক ক্ষেত্রে নয়, সমগ্র পূর্ব ভারতের অর্থনীতিতে নতুন দিশা এনে দেবে। আন্তর্জাতিক ব্র্যান্ড এবং দেশীয় শিল্পের এই মিলনমেলা কলকাতাকে বাণিজ্যের বৈশ্বিক মানচিত্রে নতুন করে চিহ্নিত করবে। এবার পুজোর কেনাকাটা হবে অন্যরকম, বিশ্বমানের ছোঁয়ায়!

এই আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল (International Shopping Festival) শুধু বাণিজ্য নয়, পর্যটনের ক্ষেত্রেও নিয়ে আসবে এক নতুন অধ্যায়। উৎসব চলাকালীন কলকাতার বিভিন্ন পর্যটনস্থলে বিশেষ আয়োজন করা হবে, যার মধ্যে থাকবে লাইভ কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং রোড শো। বিদেশি এবং দেশীয় শিল্পীদের পারফরম্যান্স শহরের পরিবেশকে আরও বর্ণময় করে তুলবে। একইসঙ্গে শহরের নামী রেস্তোরাঁ এবং ফুড স্টলগুলোতে পাওয়া যাবে ভিন্ন স্বাদের আন্তর্জাতিক ও স্থানীয় খাবারের বৈচিত্র্য। ফলে শুধুমাত্র কেনাকাটা নয়, বিনোদন ও ভোজনরসিকতায় ভরপুর এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে কলকাতা। শপিং করতে আসা মানুষরা এবার একটি পূর্ণাঙ্গ ছুটির আনন্দ পাবেন এই উৎসবে।

Advertisements