Big Basket: বিগ বাস্কেট সম্পর্কে বর্তমানে অনেকেই জানেন। এটি হলো টাটা গোষ্ঠীর একটি সংস্থার নাম। নানা ধরনের খাবার দাবার থেকে শুরু করে শাকসবজি এবং ফল সবকিছুই পাওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। একেবারে দ্রুত যদি কোনো জিনিস বাড়িতে ডেলিভারি করতে হয় তাহলে এরথেকে ভরসাযোগ্য কুইক-কমার্স প্ল্যাটফর্ম আর হতে পারে না। তবে বিগ বাস্কেট এখন আর থেমে নেই খাবার ডেলিভারিতে। কোন নতুন ব্যবসায় পদার্পণ করছে বিগ বাস্কেট?
সম্প্রতি ইলেকট্রনিক সামগ্রীও পাওয়া যাবে এই ই- কমার্স প্ল্যাটফর্ম এ (Big Basket)। আপনিও যদি কোনো ইলেকট্রনিক সামগ্রী কেনার চিন্তা করেন তাহলে এই অ্যাপ থেকে অর্ডার করতে পারেন। ফোন থেকে ল্যাপটপ, মাইক্রোওয়েব থেকে প্লেস্টেশন কনসোল- আপনি যাই অর্ডার করুন না কেন একেবারে দশ মিনিটেই পৌঁছে যাবে আপনার বাড়িতে। এই সুবিধা চালু হয়েছে গত ২০ সেপ্টেম্বর থেকে।
বিগ বাস্কেট (Big Basket) অবশেষে ক্রোমার সঙ্গে মিলিত হয়ে এই প্ল্যাটফর্ম থেকেই বিক্রি করছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী। ইলেকট্রনিক ডেলিভারি সামগ্রী এবার থেকে পৌঁছে যাবে একেবারে আপনার বাড়ির দোরগোড়ায়। এমনটাই পরিকল্পনা করেছে বিগ বাস্কেট।
আরো পড়ুন: টাটার ই-সাইকেল পেয়ে যান অর্ধেকেরও কম দামে, সাধ্যের মধ্যেই হবে সাধপূরণ
সম্প্রতি তারা (Big Basket) লঞ্চ হওয়া আইফোন ১৬-ও খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে দেবে ক্রেতাদের কাছে। আপাতত আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল মিলছে বাজারে। আর তা কিনতে লোকজন এক রাজ্য থেকে পাড়ি দিচ্ছে অন্য রাজ্যেও। টাটা গোষ্ঠীর এই সংস্থা অ্যাপলের এই ফোনগুলি দশ মিনিটে ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করে রীতিমতো চমকে দিয়েছে। কিন্তু এই রাজ্যে এখনই এই পরিষেবা পাওয়া যাবে না। এটি চালু হয়েছে বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর ও মুম্বইয়ে। তবে গোটা দেশেই এই সুবিধা পাওয়া যাবে খুব শীঘ্রই।
এই সংস্থার সিইও হরি মেনন জানিয়েছেন যে, গ্রাহকদের এই সুবিধা দিতে পেরে তারা খুবই রোমাঞ্চিত। এটা তো সবে শুরুয়াৎ। এই সংস্থা খুব শীঘ্রই বিভিন্ন শীর্ষস্থানীয় ইলেকট্রনিক সামগ্রীই পৌঁছে দেবে মানুষের কাছে এবং একেবারে বিদ্যুতের গতিতে পৌঁছে যাবে আপনার বাড়িতে। বিগ বাস্কেটে ক্রেতার সন্তুষ্টিই হলো এই সংস্থার অগ্রাধিকার।