Darjeeling old tradition: আবারো ফিরবে দার্জিলিংয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আরো সুন্দর ও আরো আকর্ষণীয়ভাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Darjeeling old tradition: আবারো ফিরবে দার্জিলিংয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আরো সুন্দর আরো আকর্ষণীয়ভাবে। আগের দার্জিলিং আর এখনকার দার্জিলিং এর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যারা বেশ কিছু বছর আগে দার্জিলিং গিয়েছিলেন এখন যদি আবারো তারা নতুন করে দার্জিলিং যান তাহলে কিছুই মেলাতে পারবেন না। পুরো অচেনা মনে হবে জায়গাটিকে। দার্জিলিং যেন নিজের ঐতিহ্যটাই হারিয়ে ফেলেছে। যেখানে সেখানে তৈরি হয়েছে বহুতল। যার ফলে বিপদ বাড়ছে দার্জিলিংয়ের। এই পরিস্থিতি সামাল দিতে নতুন উদ্যোগ নিল দার্জিলিং পৌরসভা। দার্জিলিং (Darjeeling old tradition) এর পুরনো ঐতিহ্যকে আবারো ফিরিয়ে আনতে চায় তারা।

Advertisements

দার্জিলিং এর পুরনো ঐতিহ্যগুলো (Darjeeling old tradition) হয়তো আনাচে-কানাচে রয়ে গেছে। কিন্তু তার মহিমা একেবারেই ক্ষুন্ন হয়েছে। সেই ঐতিহ্যটাই আবারও স্বমহিমায় ফিরিয়ে আনতে চায় দার্জিলিং পৌরসভা। রাস্তার ধারে জবরদখল করে গজিয়ে ওঠা একাধিক ক্রিয়া-কলাপের উপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগে যে পরিস্থিতি দার্জিলিংয়ের ছিল সেই একই আমেজ আবারো ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Advertisements

রাস্তার ধারে রেলিং বসানো রয়েছে। সেই রেলিং ধরে আপনি একান্তে কিছুটা সময় কাটাতে পারেন। কিন্তু না, এখন আর সে উপায় নেই। সেই রেলিংটা রয়েছে কিন্তু রেলিংয়ের উপর রয়েছে একাধিক দোকানের সমারহ। দোকনিদের দাপা-দাপিতে নিরিবিলি ভাবটাই যেন আর নেই রাস্তার ধারে। যতগুলি নিকাশি ব্যবস্থা রয়েছে প্রত্যেকটির উপরে কোন না কোন দোকান বসে গেছে। যার ফলে নিকাশি ব্যবস্থাগুলিকে পরিষ্কার করতে গিয়েও সমস্যায় পড়তে হয় পৌরসভাকে। যার ফলস্বরূপ সামান্য বৃষ্টিতেও জল জমে গুরুতর সমস্যা সৃষ্টি হয় দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায়।

Advertisements

আরো পড়ুন: আসন্ন উৎসবে পর্যটকদের জন্য খুলে যাবে হলং বন-বাংলো, থাকছে একাধিক আকর্ষণ

সম্প্রতি দার্জিলিং পৌরসভায় একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকেই দার্জিলিংয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে সেই ঐতিহ্যকে আবারো স্বমহিমায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে করা হয়েছে একাধিক পরিকল্পনা। দার্জিলিং পৌরসভার পক্ষ থেকে মূলত অতিরিক্ত ফাঁকা জায়গা এবং রাস্তার ধারে বসার জায়গা, শান্ত নিরিবিলি আমেজ, পরিচ্ছন্ন নিকাশি ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলির উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। বৈঠকে চকবাজার এরিয়াকে নো ভেন্ডিং জোন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। অর্থাৎ এই এলাকায় কোন হকার বা দোকানি স্থাই দোকান তৈরি করে ব্যবসা করতে পারবে না।

দার্জিলিংয়ের চকবাজার এরিয়ায় একাধিক হকার এবং পার্কিংয়ের জন্য রীতিমত ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি হয়েছে। এই সমস্যা মেটাতে হকারদের সেখান থেকে তুলে দেওয়াটা প্রয়োজন। কিন্তু তা বলে হকারদের ব্যবসার ক্ষতি করার কোন উদ্দেশ্যে নেই কর্তৃপক্ষের। দার্জিলিং পৌরসভার পুরনো আবাসনটিকে নতুন করে রং করিয়ে হকারদের সেখানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এছাড়া রাস্তার ধারগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে অতিরিক্ত বসার জায়গার ব্যবস্থা করতে চলেছে তারা। সম্পূর্ণরূপে আগের দার্জিলিং (Darjeeling old tradition) হয়তো ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার ছোঁয়া যাতে এখনো পাওয়া যায় সেই চেষ্টাই করছে দার্জিলিং পৌরসভা। সব কিছু ঠিক থাকলে এ বছর পুজোতেই দার্জিলিং ঘুরতে গিয়ে পেতে পারেন পুরনো দিনের আমেজ।

Advertisements