New Destination: কম বাজেটে ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছেন, রইল নতুন জায়গার খোঁজ। আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই সময়টায় বেশ কিছুদিনের একটা ছুটি পাওয়া যায় ভ্রমন পিপাসু পর্যটকরা তো আছেনই তাছাড়াও যারা সারা বছর সময়ের অভাবে ঘুরতে যেতে পারেন না তারাও এই সুযোগ হাতছাড়া করতে চান না। তাই এই সময় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় হয় সব থেকে বেশি। অনেকেই আছেন তারা নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন। তাই তাদের জন্য আজকের প্রতিবেদনে রইলো নতুন একটি জায়গার (New Tourist Destination) খোঁজ।
কেউ ভালোবাসেন পাহাড়, কেউ সমুদ্র, তো কেউ জঙ্গল। আবার কেউ খোঁজেন নিরিবিলি এলাকা। আলাদা আলাদা ব্যক্তিত্বের আলাদা আলাদা চাহিদা তাই পূজোর ছুটির কটা দিন প্রায় প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে থাকে। বেশ কিছুদিন ধরে চলছে নিম্নচাপের প্রকোপ। পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক জায়গায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। কিন্তু তারপরও গরম কিন্তু সেভাবে কমেনি। তাই একটু আরামদায়ক এলাকার খোঁজে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে। এই নতুন পাহাড়ি এলাকা (New Tourist Destination) পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে।
পাহাড় মানেই বাঙালির প্রথম পছন্দ দার্জিলিং। বর্তমানে দার্জিলিংয়ের এই নতুন ভ্রমণস্থলটি (New Tourist Destination) মন কেড়েছে পর্যটকদের। ভিড় বাড়ছে ক্রমাগত। ভাবছেন তো কোন জায়গা নিয়ে এত কথা বলছি? জায়গাটি হল দার্জিলিংয়ের রোহিনীর রত্নাডাঙ এলাকা। যারা নিরিবিলিতে কিছুটা সময় ছুটি কাটানোর জন্য ঘুরতে যাচ্ছেন তাদের কাছে দার্জিলিংয়ের এই এলাকা অত্যন্ত জনপ্রিয়। শান্ত, শীতল পরিবেশে একান্তে নিরিবিলিতে সময় কাটানোর সবথেকে ভালো ঠিকানা রোহিনির রত্নাডাঙ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও ভরপুর এই এলাকা।
আরো পড়ুন: আবারো ফিরবে দার্জিলিংয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আরো সুন্দর ও আরো আকর্ষণীয়ভাবে
যারা পাহাড় ভালবাসেন তাদের কাছে পাহাড়ি ঝরনাও অত্যন্ত প্রিয়। দার্জিলিংয়ের এই নতুন ভ্রমণ স্থলটিতেও (New Tourist Destination) রয়েছে তেমনি আকর্ষণীয় একটি পাহাড়ি ঝরনা। এই ঝর্ণাটি স্থানীয়দের কাছে লিওপার্ড নামে পরিচিত। মূলত এই ঝর্ণাটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি নতুন পর্যটন কেন্দ্র। দার্জিলিং গেলে লিওপার্ড ঝরনাটি দেখে আসতে ভোলেন না কোন পর্যটক। স্বাভাবিকভাবেই স্থানীয়দের কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে এই ঝর্ণা। আর্থিক উন্নতির মুখ দেখছে স্থানীয়রা। এই ঝরনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাইকিং এর রাস্তা।
দার্জিলিং লিওপার্ড ঝর্নাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নতুন পর্যটন কেন্দ্রটিতে (New Tourist Destination) ঘুরতে যেতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে পর্যটকদের। সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মটি হল, এই এলাকায় প্লাস্টিক একেবারে নিষিদ্ধ। এখানে ঘুরতে গিয়ে কোনরকম প্লাস্টিকের দ্রব্য বা প্লাস্টিক ব্যবহার করা যায় না। স্থানীয়রা মনে করেন এই ঝর্ণার জল অত্যন্ত বিশুদ্ধ। অনেক ক্লান্তির পর এই জলে স্নান করলে সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায়। সেই কারণে এই ঝর্ণার জল এবং আশপাশের এলাকাকে পরিচ্ছন্ন রাখা তাদের কর্তব্য। আর পরিবেশকে সুন্দর ও সতেজ রাখার সবথেকে বড় উপায় হল প্লাস্টিক বর্জন। তাহলে আর দেরি কিসের? আপনিও যদি এ বছর পূজোটা নিরিবিলিতে পাহাড়ি ঝর্ণার কোলে কাটাতে চান, তাহলে ঝটপট ঘুরে আসুন এই নতুন ভ্রমন স্থল থেকে।