Sea Beaches: দীঘা পুরি নয়, এবার পুজোর ছুটি কাটিয়ে আসুন কলকাতার নিকটস্থ এই সমুদ্র সৈকতগুলি থেকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sea Beaches: দীঘা পুরি নয়, এবার পুজোর ছুটি কাটিয়ে আসুন কলকাতার নিকটস্থ এই সমুদ্র সৈকতগুলি থেকে। আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আলোয় আলোয় সেজে উঠবে কলকাতা। তবে এই সময়টা ছুটি কাটাতে এদিক ওদিক চলে যান অনেকেই। আপনিও কি ঘুরতে যাবার পরিকল্পনা করছেন? পুজোর ছুটিতে সমুদ্রে যাবেন ভাবছেন? দীঘা, পুরী তো অনেক হলো এবার ঘুরে আসতে পারেন নতুন কোন সমুদ্র সৈকত (Sea Beaches) থেকে। কলকাতার কাছাকাছি অবস্থিত একাধিক অফবিট সমুদ্র সৈকতের খোঁজ রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

কলকাতা থেকে একদম কাছাকাছি রয়েছে একাধিক সমুদ্র সৈকত (Sea Beaches)। এই জায়গাগুলো যেমন নিরিবিলি, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ম্যানগ্রোভ অরণ্য থেকে শুরু করে অ্যাডভেঞ্চার স্পোর্স যে কোনো রকম অভিজ্ঞতা নিতে পারবেন এখান থেকে। কোনরকম অতিরিক্ত ভিড় নেই এই সমস্ত জায়গায়। সব থেকে বড় কথা এই সমস্ত জায়গায় ঘুরতে যাবার জন্য খরচ নিয়ে কোন চিন্তাই করতে হয় না। একদম সাধ্যের মধ্যেই ঘুরে আসতে পারবেন এই জায়গাগুলি থেকে। তাই যারা খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন, তাদের জন্য সেরা সমুদ্র সৈকত হয়ে উঠতে পারে এই জায়গাগুলি।

Advertisements
হেনরি দ্বীপ

কলকাতার খুব কাছে অবস্থিত আরও একটি জেলা দক্ষিণ ২৪ পরগনা। এখানে অবস্থিত হেনরি দ্বীপ সমুদ্র সৈকতটি (Sea Beaches)। কলকাতা থেকে এর দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। বকখালির নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। অনেকবার হয়তো ঘুরতে গিয়েছেন সেখানে। বকখালি থেকে লঞ্চে করে জেলিঘাট স্টপেজে নামলেই হেনরি দ্বীপে পৌঁছে যেতে পারবেন। এখানে নদী আর সমুদ্রের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তার সাথে চারিদিকে সবুজের ছোঁয়া, পাখির কলরবের মাঝে সূর্যাস্ত দেখতে অপূর্ব লাগে। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে দেখা যায় সম্পূর্ণ বিচটি। এর অপরূপ শোভা নিজে চোখে না দেখলে বর্ণনা করা সম্ভব নয়।

Advertisements

আরো পড়ুন: পুজোয় ঘুরতে যাবার জায়গা খুঁজছেন, ঘুরে আসতে পারেন উত্তর বঙ্গের এই জায়গাগুলি থেকে

শংকরপুর এবং বাঁকিপুট

এখনো পর্যন্ত দীঘা যাননি এমন বাঙালি পাওয়া মুশকিল। তবে শুধু দীঘা নয়, পূর্ব মেদিনীপুরে রয়েছে আরও একাধিক সমুদ্র সৈকত (Sea Beach) তার মধ্যে উল্লেখযোগ্য হলো শংকরপুর এবং বাঁকিপুট সমুদ্র সৈকতটি। কলকাতা থেকে বাঁকিপুট সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র ১৬৩ কিলোমিটার। অনেকেই একে ভার্জিন বিচ নামে চিহ্নিত করে থাকেন। কারণ এই বিচটিতে এখনো পর্যন্ত পর্যটকদের আনাগোনা খুবই সীমিত। পর্যটকদের কাছে এখনো পর্যন্ত এই সমুদ্র সৈকতটি ততটা পরিচিতি পায়নি। তাই নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটি খুব ভালো জায়গা। কলকাতা থেকে শংকরপুরের দূরত্ব মাত্র ১৭৬ কিলোমিটার। শংকরপুরের নাম হয়তো অনেকেই শুনেছেন কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়নি। আপনিও যদি সেই দলে থেকে থাকেন তাহলে আর দেরি না করে ঘুরে আসুন। যারা সামুদ্রিক মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য শংকরপুর স্বর্গের সমান। একদিকে ঝাউ, ইউক্যালিপটাস ইত্যাদি গাছে ঘেরা সমুদ্রতট, অন্যদিকে সামুদ্রিক মাছ খাবার মজা। ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে এই সমুদ্র সৈকতটি।

চন্দ্রভাগা ও তালসারি

কলকাতা থেকে আর একটু দূরের সমুদ্রতট দেখতে চান? তাহলে চলে যেতে পারেন ওড়িশার চন্দ্রভাগা অথবা তালসারি সমুদ্র সৈকতে (Sea Beaches) কলকাতা থেকে ১৯১ কিলোমিটার দূরে ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত তালসারি সমুদ্র সৈকত। ধানক্ষেত, তাল, কাজু, নারকেল গাছের সারি, নদী আর পাহাড় সবকিছু মিলে পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম এই সমুদ্র সৈকত। কলকাতা থেকে চন্দ্রভাগার দূরত্ব একটু বেশি, ৪৯৯ কিলোমিটার। এটি ভারতের একমাত্র সমুদ্র সৈকত যাকে বিশ্ব পরিবেশ দিবসে ব্লু ফ্লাগ সার্টিফিকেশান দেওয়া হয়েছে। এই সমুদ্র সৈকতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের মজাও নিতে পারবেন পর্যটকরা।

Advertisements