Indian Navy: শত্রুর বুকে ভয় ধরাতে বাধ্য, শক্তিশালী অস্ত্রে পরিপূর্ণ ভারতীয় নৌসেনার অস্ত্র ভান্ডার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Navy: শত্রুর বুকে ভয় ঢোকাতে প্রস্তুত ভারত, শক্তিশালী অস্ত্রে পরিপূর্ণ ভারতীয় নৌসেনার অস্ত্র ভান্ডার। ভারতের শত্রুর কোন শেষ নেই। একদিকে চীন আরেকদিকে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য সব সময়ের জন্য মুখিয়ে রয়েছে। ইদানিং বাংলাদেশের তরফ থেকেও ভারতের জন্য দেশ খারাপ কিছু মন্তব্য এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবথেকে বড় শত্রু বোধয় চীন আর পাকিস্তান। তাই শত্রুর বুকে ভয় ধরাতে প্রস্তুতি নিচ্ছে ভারত। নৌ সেনাবাহিনীর (Indian Navy) হাতে তুলে দেওয়া হয়েছে একাধিক যুদ্ধবিমান এবং বিমানবাহী যুদ্ধ জাহাজকে।

Advertisements

বর্তমানে বিশ্বের সপ্তম বৃহত্তম নৌসেনার (Indian Navy) অধিকারী ভারত। চীনের সামরিক বাহিনী আরও শক্তিশালী। এদিক থেকে আমেরিকাকে টক্কর দিতে পারে চীন। তাই চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার আগে নিজের নৌ সেনাকে শক্তিশালী করে গড়ে তুলছে ভারত। বর্তমানে চীনের কাছে ৭৩০ টি যুদ্ধজাহাজ এবং ৫৯ ডুবোজাহাজ রয়েছো সেই তুলনায় ভারতের কাছে রয়েছে দুটি বিমান বাহি যুদ্ধ জাহাজ। যার নাম আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য। আরো নতুন একটি বিমানবাহী জাহাজ তৈরি করার পরিকল্পনা করছে দিল্লি।

Advertisements

ভারতীয় নৌসেনার (Indian Navy সাথে আইএনএস বিক্রমাদিত্যের নাম জড়িয়ে গেছে প্রায় ১১ বছর আগে থেকেই। ২০১৩ সাল থেকে প্রথম এই জাহাজটি ভারতের সামরিক বাহিনীর সাথে যুক্ত হয়। ৩৬ টি যুদ্ধবিমান নিয়ে একসঙ্গে ভেসে বেড়াতে পারে এই যুদ্ধ জাহাজটি। চেতক, ধ্রুব, কমোড কে ৩১ ইত্যাদি বিমানগুলি ওড়ানোর জন্য ব্যবহার করা হয় এই যুদ্ধ জাহাজটিকে।

Advertisements

আরো পড়ুন: একনজরে দেখে নিন ভারতীয় বায়ুসেনার অস্ত্রাগার, কি কি আছে ঝুলিতে

ভারতীয় নৌসেনার (Indian Navy) সাথে যুক্ত হয়েছে আরো নতুন একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ।ণযার নাম আইএনএস বিক্রান্ত। এটি ২০২৩ সাল থেকে অত্যন্ত দক্ষতার সাথে নৌসেনার বিভিন্ন কাজে সহযোগিতা করে চলেছে। কোচিন শিপ ইয়ার্ডে তৈরি করা এই জাহাজটি সম্পূর্ণ ভারতীয়। একসঙ্গে ২৬ টি রাফাল এফ ফাইটার বহন করতে পারে এই যুদ্ধ জাহাজটি। এছাড়া একাধিক চপারও একসঙ্গে নিয়ে ভেসে বেড়াতে পারে এই জাহাজ।

এবার আসা যাক ডুবোজাহাজের কথায়। ভারতের কাছে দুটি বিশেষ ধরনের ডুবোজাহাজ রয়েছে যা পারমাণবিক শক্তিশালীত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। নাম আইএনএস অরিঘাট এবং আইএনএস আরিহান্ত। এছাড়া এখনো পর্যন্ত মোট ১৭ টি ডিজেল চালিত ডুবোজাহাজ রয়েছে ভারতীয় নৌসেনার (Indian Navy) দখলে। শীঘ্রই ডুবো জাহাজের সংখ্যা আরো বেড়ে যেতে চলেছে বলে জানা গেছে। এই বিষয়ে আমেরিকা, ফ্রান্সের মতো ইত্যাদি বড় দেশগুলির সাথে আলোচনায় বসেছে ভারত।সব মিলে বোঝাই যাচ্ছে ভারত একটু একটু করে তৈরি হচ্ছে পাকিস্তান এবং চীনের হামলার মোকাবিলা করার জন্য। ভারত যেভাবে একের পর এক শক্তিশালী অস্ত্র সঞ্চয় করে চলেছে, তাতে খুব শীঘ্রই হয়তো চীনের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে ভারত।

Advertisements