Cash Deposit Through ATM: ব্যাংকের থেকে টাকা তোলা এবং টাকা জমা দেওয়ার বিষয়টি বর্তমানে আধুনিক প্রযুক্তির দৌলতে অনেকটাই সহজ হয়ে গেছে। গ্রাহকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার দিন এখন শেষ। অনলাইনের মাধ্যমে কিংবা এটিএম এর দ্বারা খুব সহজেই টাকা তোলা যায় এবং ডিপোজিটও করা যায়। আজকের প্রতিবেদনে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এই বিষয়টি নিয়ে।
অনলাইন মাধ্যম কিংবা ব্যাংকের এটিএম আধুনিক প্রযুক্তির এই দুটি জিনিস মানুষের কষ্ট অনেকটাই লাঘব করেছে। এটিএম থেকে যেমন টাকা তোলা যায়, তেমনই বিশেষ ধরনের কিছু এটিএমে টাকা তোলার পাশাপাশি জমাও দেওয়া যায়। এই ধরনের এটিএমকে বলা হয় দ্য অটোমেটেড ডিপোজিট কাম ইউথড্রল মেশিন (Cash Deposit Through ATM)। এই ধরনের মেশিন যেখানে থাকে সেখানে ব্যাংকের উপর চাপ অনেকটাই কমে যায়। এমনকি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহককে এই মেশিন ব্যবহার করার জন্য উৎসাহিত করে।
যেসব ব্যাংকের ব্রাঞ্চে ক্যাশ ডিপোজিট মেশিন রয়েছে সেখানে খুব সহজেই আপনি অ্যাকাউন্ট নম্বর টাইপ করে টাকা জমা দিতে পারেন। পাশাপাশি আপনি এটিএম কাম ডেবিট কার্ড ব্যবহার করেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন(Cash Deposit Through ATM)। কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড জমা না থাকলে নির্দিষ্ট অংকের বেশি টাকা আপনি জমা দিতে পারবেন না। এই পদ্ধতির দ্বারা আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট অংকের টাকা জমা পড়ে যাবে। এমনকি সাথে সাথে আপনার হাতে চলে আসবে রসিদ। চটজলদি দেখে নিন কোন ব্যাঙ্কে কত টাকা জমা করা যায় এই মেশিনের দ্বারা।
একটি তথ্যের মাধ্যমে জানা যায় যে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার টাকা জমা দেওয়ার মেশিনে (Cash Deposit Through ATM) কার্ড ছাড়া আপনি সর্বোচ্চ ৪৯,৯০০ টাকা জমা দিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত থাকে তাহলে ডেবিট কার্ডের মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। এই মেশিনের দ্বারা আপনি খুব সহজেই ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট জমা করতে পারবেন। তবে একসঙ্গে কিন্তু ২০০টির বেশি নোট জমা করতে পারবেন না। তবে ধাপে ধাপে সেখানে বেশি টাকা জমা করা যায়।
আরো পড়ুন: এটিএমে টাকা জমা করা এখন আরও সহজ, নয়া নিয়ম চালু করল আরবিআই
এছাড়া, এইচডিএফসি ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চেও অটোমেটেড ডিপোজিট কাম ইউথড্রল মেশিন থাকে(Cash Deposit Through ATM) এবং এর মাধ্যমে সহজেই টাকা জমা দেওয়া যায়। এটি একটি বেসরকারি ব্যাঙ্ক এবং এখানে সারা দিনে কেবল ২ লক্ষ টাকা জমা করা যায়। কার্ড থাকলেও একবারে এক লক্ষ টাকা জমা দিতে পারবেন। কার্ড ছাড়া গ্রাহকেরা জমা দিতে পারবেন ২৫ হাজার টাকা। টাকা জমা দেওয়ার সময় সর্বোচ্চ ২০০টি নোট জমা করা যায়।
পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি-তে যদি অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড সংযুক্ত থাকে তাহলে ১ লক্ষ টাকা জমা দিতে পারবেন। প্যান সংযুক্ত না থাকলে ৪৯,৯০০ টাকার বেশি কোনভাবেই জমা করা যাবে না। ব্যাঙ্ক অব বরোদার অ্যাকাউন্টে প্যান কার্ড সংযুক্ত থাকলে একবারে এটিএম এর মাধ্যমে জমা করতে পারবেন ২ লক্ষ টাকা। প্যান ছাড়া সেই লিমিট ৪৯,৯৯৯ টাকা। কার্ড ছাড়া ব্যাংক অফ বরোদাতে আপনি কুড়ি হাজারের বেশি জমা করতে পারবেন না।