Durga Puja 2024: দুর্গাপুজোতে বড় চমক, মাত্র ৩ দিনের মধ্যে মহাষ্টমী-নবমী, কখন দেবেন অঞ্জলি, আর কবে করবেন কুমারী পুজো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Durga Puja 2024: এবারের দুর্গাপুজোতে (Durga Puja 2024) বাঙালিদের জন্য রয়েছে এক বিশাল চমক! ২০২৪ সালের দুর্গাপুজো আর পাঁচ দিনের পরিবর্তে হবে মাত্র তিন দিনে। এই নতুন সূচির ফলে মহাষ্টমী এবং মহানবমী একেবারে কাছাকাছি এসে পড়েছে, যা অনেকের কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। অঞ্জলি দেওয়ার সময়, সন্ধিপুজো আর কুমারী পুজোর নির্দিষ্ট মুহূর্তগুলো জানলে পুজো হবে আরও বিশেষ।

Advertisements

২রা অক্টোবর মহালয়া দিয়ে পিতৃপক্ষের শেষ দিন পালন করেছে বাঙালি। পিতৃপক্ষ শেষ হলেই শুরু হয় দেবীপক্ষ, আর সেই সঙ্গে দুর্গা মায়ের মর্ত্যে আগমন। এবার ৩রা অক্টোবর থেকে শুরু হয়েছে দেবীপক্ষ এবং সেই সঙ্গে শারদীয়া নবরাত্রি। সারা ভারতের নানা প্রান্তে এই নবরাত্রি পালন হয় ধুমধাম করে, কিন্তু বাঙালি অপেক্ষা করে তাদের বিশেষ দুর্গাপুজোর (Durga Puja 2024) জন্য।

Advertisements

এই বছর মহাষ্টমীর তিথি শুরু হচ্ছে ১০ই অক্টোবর দুপুর ১২টা ৩১ মিনিটে এবং শেষ হবে ১১ই অক্টোবর বেলা ১২টা ০৬ মিনিটে। অর্থাৎ, ১১ই অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর পূর্ণ পুজোর দিন। সকাল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে মহাষ্টমীর পুজো এবং তা চলবে সকাল ৯টা ২৭ মিনিট পর্যন্ত। অঞ্জলি দেওয়ার বিশেষ সময় হল সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। মহাষ্টমীর সন্ধিপুজো, যা দেবীর শক্তিশালী রূপে পুজো করার বিশেষ মুহূর্ত, হবে দুপুর ১১টা ৪৩ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

Advertisements

এ বছর মহানবমী এবং বিজয়া দশমীর পুজো একদিনেই শেষ হচ্ছে। ১১ই অক্টোবর দুপুর ১২টা ২৭ মিনিটে নবমী তিথি শুরু হবে এবং তা চলবে ১২ই অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিট পর্যন্ত। এর ফলে, ১২ই অক্টোবর শনিবারে নবমী এবং দশমীর পুজো একসঙ্গে পালিত হবে। নবমীর সকালের পুজো চলবে সকাল ৫টা ৪৪ মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে দশমীর পুজো। দেবীর বিদায় বা বিসর্জনের সময়টাও এবার হবে তাড়াতাড়ি।

আরো পড়ুন: মায়ের আগমনের রেশ, তিনদিনে দুর্গাপুজো, অষ্টমীর অঞ্জলির সময় জানতে ভুলবেন না

দুর্গাপুজোর (Durga Puja 2024) অন্যতম বিশেষ আয়োজন হল কুমারী পুজো, যা মহাষ্টমী এবং মহানবমী, দুই দিনেই অনুষ্ঠিত হয়। দেবীর কুমারী রূপে পুজো করে ভক্তরা তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করেন। বেলুড় মঠ সহ বিভিন্ন স্থানে কুমারী পুজোর বিশাল আয়োজন হয়। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই পুজো দেখতে ভিড় করেন। মহাষ্টমী থেকে মহানবমী, দুই দিনেই কুমারী পুজো অনুষ্ঠিত হবে এবং ভক্তরা দেবীর আশীর্বাদ লাভের আশায় মন্দিরে ভিড় জমাবেন।

এবারের দুর্গাপুজোতে সময়ের সংক্ষিপ্ততা হলেও উৎসবের চাঞ্চল্য একটুও কমেনি। বরং, মহাষ্টমী ও মহানবমীর পুজো একদিনের ব্যবধানে হওয়ায় ভক্তদের মধ্যে উৎসাহ আরও বেড়ে গেছে। একদিকে অঞ্জলি, সন্ধিপুজো, আর কুমারী পুজোর মতো গুরুত্বপূর্ণ আয়োজনগুলো মাত্র তিন দিনের মধ্যে করতে হবে, যা পুজো প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে। দুর্গাপুজোর এই নতুন সময়সূচি এবং আয়োজন বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করবে।

Advertisements