50 Rupees Fake Notes: পুজোর ভিড়ে ৫০ টাকার জাল নোট, চৌবেরা বাজারে রোমাঞ্চকর অভিযান, গ্রেপ্তার ৩ যুবক

Prosun Kanti Das

Published on:

Advertisements

50 Rupees Fake Notes: পুজোর বাজারে উৎসবের আমেজের মাঝে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা! হুগলির পান্ডুয়া বৈঁচি গ্রামের চৌবেরা বাজারে ধরা পড়ল ৫০ টাকার জাল নোট (50 Rupees Fake Notes) চক্র। তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা বাজারে জাল নোট ব্যবহার করে কেনাকাটা করছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১৫টি ৫০ টাকার জাল নোট, যা ক্ষুদ্র নোট হিসেবে সাধারণ মানুষের মধ্যে সহজে ছড়িয়ে দেওয়া সম্ভব। এই ঘটনা পুজোর আনন্দে বিষাদের ছায়া ফেলেছে, এবং এলাকার মানুষজন ভীষণ উদ্বিগ্ন।

Advertisements

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। এত কম বয়সে জাল নোটের ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ায় পুলিশের চিন্তা বেড়েছে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, ধৃতদের জেরা করে জাল নোটের মূল চক্রের সন্ধানে তদন্ত চলছে। পুলিশের অনুমান, শুধু এই তিন যুবকই নয়, আরও বড় একটি চক্র এদের পেছনে কাজ করছে, যারা বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।

Advertisements

ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে, যখন বৈঁচি গ্রামের চৌবেরা বাজারে তিন যুবক একাধিক দোকানে ৫০ টাকার নোট (50 Rupees Fake Notes) দিয়ে কেনাকাটা করতে থাকে। সন্দেহ হয় এক ব্যবসায়ীর, যিনি নোট দেখে বুঝতে পারেন যে এটি জাল। তিনি বাজারের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান, এবং তারা নোটগুলি যাচাই করে দেখে যে সবগুলোর সিরিয়াল নম্বর একই। বিষয়টি সঙ্গে সঙ্গে পান্ডুয়া থানায় জানানো হয়। দ্রুত পুলিশ এসে অভিযুক্তদের আটক করে। ধৃতদের নাম শেখ নাজিমুদ্দিন, শেখ রোহান, ও শেখ আরমান। তাদের বাড়ি পান্ডুয়ার বোসপাড়া এলাকায়।

Advertisements

আরো পড়ুন: দেশে প্রথম স্থান অধিকার করল হাওড়া ডিভিশন, অপরাধ দমনে সেরা অফিসার সিনিয়র ডিএসসি

জেলা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বড় নোট সাধারণত যাচাই করা হয়, কিন্তু ছোট নোট বাজারে খুব সহজেই চালানো যায়। তাই ৫০ টাকার জাল নোট (50 Rupees Fake Notes) সহজে ধরা পড়ে না। ধৃতরা মূলত দিনমজুর, এবং পুলিশ সন্দেহ করছে যে তারা কোনও বড় অপরাধ চক্রের নির্দেশে এই কাজ করেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরজি’ ওয়েব সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে অপরাধীরা জাল নোট তৈরির কাজ শুরু করেছে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ এখনও নিশ্চিত নয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং এই জাল নোট চক্রের শিকড় খুঁজে বের করার জন্য জোরদার অভিযান চালানো হচ্ছে। আসলে এই সব অসাধু মানুষের জন্য রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো ব্যাপক ভাবে হুমকির মুখে পড়ে।

Advertisements