Special Train: উৎসবের মরশুমে আর হতে হবে না নিরাশ, রেলের উদ্যোগে কনফার্ম টিকিট একেবারে নিশ্চিত

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Special Train: গোটা দেশজুড়ে চলছে এখন উৎসবের মরশুম। সামনেই আসন্ন দুর্গাপুজো। এরপর রয়েছে দীপাবলি, ভাইফোঁটা, এবং বড়দিনের ছুটি। সাধারণ মানুষ নানারকম উৎসবে ব্যস্ত থাকবে বেশ কয়েকটি দিন। এছাড়া এই সময় অনেকেই ঘুরতে যান এবং যারা বাড়ির বাইরে থাকেন, তারা ফিরে আসেন বাড়িতে। দূরপাল্লার ট্রেনগুলিতে ভিড় হওয়াটাই স্বাভাবিক। রিজার্ভেশন তো দূর, টিকিট পাওয়া যাবে না তৎকালেও।

Advertisements

ভারতীয় রেলের উদ্যোগে এই উৎসবের মরশুমে যাত্রীরা পাবে বিশেষ উপহার। দুর্গাপুজো, দীপাবলিতে আর ট্রেনের টিকিট পেতে সমস্যা হবে না। তাই ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা কোনোটাতেই অসুবিধা হবে না সাধারণ মানুষের। কি এমন সিদ্ধান্ত (Special Train) নিল ভারতীয় রেল?

Advertisements

এই উৎসবের ভিড়কে সামাল দেওয়ার জন্যই দক্ষিণ-পূর্ব রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। যার জন্য চালানো হবে কিছু অতিরিক্ত ট্রেন এবং পাশাপাশি অতিরিক্ত কোচও সংযোজন করা হবে বিভিন্ন ট্রেনে। সূত্র মারফত জানা গেছে যে, চক্রধরপুর রেলওয়ে ডিভিশন ও রাঁচি ডিভিশনের মধ্যে ৩ অক্টোবর থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে (Special Train) । যাত্রীরা যাতে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন তার জন্য সংযুক্ত হবে অতিরিক্ত কোচ।

Advertisements

আরো পড়ুন: পুজোর মরশুমে চালু হতে চলেছে একগুচ্ছ নতুন ট্রেন, বিস্তারিতভাবে জানুন রুটগুলো সম্পর্কে

ভারতীয় রেল কোন কোন ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করছে আসুন জেনে নিই চটজলদি?
  • ৩রা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত: হাওড়া-জগদ্দলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে অতিরিক্ত একটি স্লিপার কোচ বসানো হবে।
  • ৩রা অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত: জগদ্দলপুর-হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ যোগ করা হবে।
  • ৩রা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত: ট্রেন নং ১৮১০৫ রাউরকেল্লা-জয়নগর এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩রা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত: টাটানগর-যশবন্তপুর সাপ্তাহিক এক্সপ্রেসের একটি অতিরিক্ত স্লিপার কোচ যোগ করা হবে।
  • ৩রা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত: রাউরকেল্লা-গুণপুর এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩রা অক্টোবর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত: রাঁচি-আরা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩রা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত: আরা-রাঁচি এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩রা অক্টোবর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত: রাঁচি-গোড্ডা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩রা অক্টোবর থেকে ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত: যশবন্তপুর-টাটানগর সাপ্তাহিক এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
  • ৩রা অক্টোবর থেকে ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত: ট্রেন নম্বর ১৮১০৬ জয়নগর-রাউরকেল্লা এক্সপ্রেস একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩রা অক্টোবর থেকে ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত: জগদ্দলপুর-রাউরকেলা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ থাকবে।
  • ৩রা অক্টোবর থেকে ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত: গোড্ডা-রাঁচি এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ বসানো হবে।
Advertisements