Expensive private jet: ১০০০ কোটির অতিথির অবশেষে ঠাঁই হলো কোথায়, কেনই বা আসতে হলো রাজধানীতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Expensive private jet: রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার বিলাসবহুল জীবনযাত্রা এবং ধন-সম্পত্তির জন্য তিনি বরাবরই থাকেন সংবাদমাধ্যমের শিরোনামে। আমরা সকলেই জানি যে মুকেশ আম্বানি হলেন ভারতের সবচেয়ে দামি ব্যক্তিগত জেট বিমানের মালিক। আজকের প্রতিবেদনে সেই প্রসঙ্গে আলোচনা করে নেব।

Advertisements

বোয়িং বিবিজে ৭৩৭ ম্যাক্স ৯ (Expensive private jet) নামের এই বিশেষ প্রাইভেট জেটের মূল্য অবাক করে দেবে আপনাকে। এই বিমানটির পিছনে খরচ হয়েছে ১ হাজার কোটি টাকা। যেকোনো প্রাইভেট জেট থেকে এটি অত্যন্ত দামি এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন। অত্যাধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে এই বিমানটি তৈরি করা হয়েছে এবং এই বিমানটি একটানা ১১ হাজার কিমির বেশি উড়তে পারে।

Advertisements

আম্বানি মানেই বিলাসবহুল জীবনযাত্রা এবং ঝাঁ চকচকে জিনিস। তাই আম্বানির এই প্রাইভেট বিমানটির (Expensive private jet) অন্দরসজ্জা আরও বিলাসবহুল করা হয়েছে। এর অন্দরসজ্জা সত্যিই অবাক করার মত। তাই স্বাভাবিকভাবেই হয়তো আন্দাজ করতে পারছেন এই বিলাসবহুল প্রাইভেট বিমানটির দাম কত হতে পারে। মুকেশ আম্বানির এই প্রাইভেট জেটের দাম আকাশছোঁয়া, যা সচরাচর ভাবাই যায় না। ব্যক্তিগত জেট বিমানগুলির মধ্যে এই বিমানটি শীর্ষস্থানীয় বলে ধরা হয়ে থাকে।

Advertisements

আরো পড়ুন: চিনকে কড়া টক্কর দিতে মাঠে নেমে পড়লেন মুকেশ আম্বানি, জানা গেল বিস্ফোরক তথ্য

কিন্তু এই বিলাসবহুল বিমানটি এখনও রিলায়্যান্স কর্তার বাড়িতে ঠাঁই পায়নি। সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই বিমানটির অন্দরসজ্জায় (Expensive private jet) কিছু পরিবর্তন আনা হবে সুইজ়ারল্যান্ডে। তারপরেই এটির পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করা হয়। আম্বানি গোষ্ঠীর এই দামী বিলাসবহুল প্রাইভেট জেটটিকে বাসেল, জেনেভা এবং লন্ডন বিমানবন্দরে ছ’বার পরীক্ষা করা হয়।

এই বিমানটি বর্তমানে রয়েছে দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে। বাসেল থেকে দিল্লিতে এসেছে আগস্ট মাসের ২৭ তারিখ। রিলায়্যান্স কর্তার ইতিমধ্যেই নিজস্ব নয়টি প্রাইভেট বিমান রয়েছে। যাতায়াতের জন্য বোয়িং বিজনেস জেট ২ নামের একটি বিমান ব্যবহার করেন তিনি। এই জেটটির বাজার মূল্য হল প্রায় ৬০৯ কোটি টাকা। বিমানের অন্দরসজ্জা সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আকাশসফরে বিনোদনের অঢেল ব্যবস্থা রয়েছে এই বিমানে।

Advertisements