Jio Bharat 4G: দেশজুড়ে Jio-র প্রশংসা! আবারো নয়া রেকর্ড গড়ল Jio

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio Bharat 4G: জিও রিলায়েন্স নিয়ে বিরাট আপডেট। ভারতীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম সংস্থা হল জিও রিলায়েন্স। যে সংস্থা খুব কম দিনেই নিজের পরিচিতি তৈরি করেছে সারা দেশজুড়ে। গ্রাহকের কথা ভেবে বাজারে একের পর এক আপডেট প্রকাশ করে নজির গড়েছে জিও। সাম্প্রতিক সেরকমই আবারো এক নয়া রেকর্ড গড়লো (Jio Bharat 4G) জিও রিলায়েন্স। দেশ জুড়ে ধন্য বলে গণিত হল ধনকুবের মুকেশ আম্বানির এই সংস্থা।

Advertisements

প্রসঙ্গত, জিও সিমের পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে কম দামে জিও ফোন লঞ্চ করে রেকর্ড গড়েছে জিও রিলায়েন্স সংস্থা। যা jio ফোন ব্যবহারকারী গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উল্লেখ্য বিষয় প্রায় দেশের ১ কোটি মানুষ ব্যবহার করছে জিও 4G নেটওয়ার্ক। এর পাশাপাশি সাম্প্রতিক আরো একটি নয়া আপডেট এনে নজির গড়ল জিও রিলায়েন্স। কি সেই নয়া আপডেট?

Advertisements

ধনকুবের মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও রিলায়েন্স লঞ্চ করেছে জিও ভারত ফোন (Jio Bharat 4G)। যার সাথে যোগ করা হয়েছে 4জি নেটওয়ার্ক। উল্লেখ্য বিষয় হাজার টাকার কমে স্মার্টফোন হিসেবে জিও ভারত 4G লঞ্চ করে নজির গড়েছে জিও সংস্থা। তবে শুধু ফোরজি নেটওয়ার্ক নয়, তার সাথে এই ফোনে যোগ করা হয়েছে দুর্দান্ত ফিচার। যা কম দামে দারুন ভাবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই প্রায় 50 শতাংশ দখল করেছে জিও ভারত। কি কি ফিচার্স রয়েছে জিওর এই ফোনে? দামই বা কত জেনে নিন।

Advertisements

আরো পড়ুন: আজই নিন জিওর এই সস্তার প্ল্যানগুলি, পাবেন আনলিমিটেড 5G ডেটা

যেসব গ্রাহকরা কম দামে ভালো ফিচার্স যুক্ত ফোন চাইছেন তাদের জন্য জিওর এই জিও ভারত ফোন সেরা। জিওর এই ফোনে রয়েছে দুর্ধর্ষ ফিচার্স। যেমন রয়েছে LTE Connectivity। তার সাথে ক্যামেরা রয়েছে 0.3 mp। স্টোরেজ রয়েছে 128 জিবি। এছাড়াও রয়েছে অন্যান্য ফিচার্স।

যদি দামের কথা বলি এক্ষেত্রেও গ্রাহকদের জন্য এই ফোনের মূল্য অনেকটাই কম। প্রায় 1000 টাকার নিচে জিও রিলায়েন্স সংস্থার এই জিও ভারত 4G (Jio Bharat 4G) ফোনের মূল্য রয়েছে 999 টাকা। পাশাপাশি এই ফোনে রিচার্জের অঙ্ক অনেকটাই কম। 123 টাকার রিচার্জে এই ফোনে ভালো সুযোগ-সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অ্যামাজন অথবা জিওর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে জিও ভারত 4জি ফোন। ফলেই কম মূল্যে দারুন ফিচার যুক্ত ফোন ব্যবহার করার জন্য জিওর এই ফোন গ্রাহকদের কাছে সেরার সেরা হয়ে উঠতে পারে।

Advertisements