Jeevan Anand Policy: লাখপতি হওয়ার সুযোগ LIC-তে! বিনিয়োগ করতে হবে মাত্র ৪৫ টাকা, মিস করলেই লস আপনার

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Jeevan Anand Policy: সাধারণ মধ্যবিত্তদের জন্য দারুন খবর। LIC অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন নিয়ে এসেছে এক দারুন পলিসি। যেখানে মাত্র ৪৫ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে লাখপতি হয়ে উঠবে ব্যক্তি। তবে শুধু লাখপতি নয়, এই পলিসিতে (Jeevan Anand Policy) গ্রাহক পাবে আরো নানান সুবিধা। তাই লাখপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে এই প্রতিবেদনে জেনে নিন কিভাবে করতে হবে এই পলিসি। হাতছাড়া করলেই আফসোস করবেন।

Advertisements

প্রসঙ্গত, LIC যার পুরো নাম লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। বাংলায় এই বিনিয়োগ খাতের নাম জীবন বীমা কর্পোরেশন। যে কোম্পানি মধ্যবিত্ত পরিবারের জন্য দারুন দারুন পলিসি প্রদান করেছে। যে পলিসিতে কম অর্থ বিনিয়োগে ভালো লাভ পেতে পারবেন গ্রাহকরা। সেরকমই একটি দুর্দান্ত পলিসি রয়েছে LIC-তে। যেখানে অর্থ বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে বহু মধ্যবিত্ত গ্রাহক। কি পলিসির নাম? এখানে কি কি সুবিধা পাওয়া যাবে?

Advertisements

LIC-র এই পলিসির নাম জীবন আনন্দ পলিসি (Jeevan Anand Policy)। যে পলিসিতে প্রতিদিন ৪৫ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে গ্রাহকের হাতে আসবে ২৫ লক্ষ টাকা। সেই হিসেব অনুযায়ী প্রতি মাসে গ্রাহককে বিনিয়োগ করতে হবে ১৩৫৮ টাকা। আর যদি বছরের হিসেবে বলতে হয় তাহলে বার্ষিক পিছু ১৬,৩০০ টাকা করে বিনিয়োগ করলেই মিলবে ২৫ লক্ষ টাকা। যার মেয়াদকাল ৩৫ বছর।

Advertisements

আরো পড়ুন: সারাজীবন পেনশন পেতে বিনিয়োগ করুন মাত্র একবার, এলআইসি-র দারুণ স্কিমে পেনশন পান এক লক্ষ টাকা

অর্থাৎ ৩৫ বছরে গ্রাহককে মোট বিনিয়োগ করতে হবে ৫ লক্ষ ৭০ হাজার ৭০০ টাকা। আর সেই ৫ লাখের বিনিময়ে গ্রাহক মেয়াদ শেষে বোনাস ও সুদের হার সমেত পাবেন ২৫ লাখ টাকা। শুধু তাই না এর পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন অফার। কি কি?

LIC-র এই জীবন বীমা পলিশিতে বিনিয়োগকারী ব্যক্তি যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে দুর্দান্ত অফার প্রদান করা হবে সেই ব্যক্তির পরিবারকে। এছাড়াও মেয়াদ শেষের আগেই যদি গ্রাহকের সাধারণভাবে মৃত্যু ঘটে সেক্ষেত্রে পলিসি নমিনি ব্যক্তিকে সেই বিনিময় অর্থের ১২৫% রিটার্ন দেওয়া হবে। তাই সুযোগ হাতছাড়া না করে এখনই বিনিয়োগ করতে পারেন এই পলিসিতে (Jeevan Anand Policy)। মিলবে দারুন সুযোগ সুবিধা। হাতে আসবে মোটা পরিমাণ টাকা।

Advertisements