Indian Cricket: রতন টাটা, ভারতীয় ক্রিকেটের গৌরবময় অধ্যায়ের মহানায়ক

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Indian Cricket: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) ইতিহাসে রতন টাটার নামটি যেন এক সোনালী অধ্যায়ের প্রতীক। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং ক্রিকেটের পেছনের অন্যতম শক্তিশালী ভিত্তি। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি—এই সকল ক্রিকেট কিংবদন্তির জীবনে টাটা গ্রুপের অবদান সত্যিই অবিস্মরণীয়। রতন টাটার উদার দৃষ্টিভঙ্গি ও আন্তরিকতার কারণে ক্রিকেটারদের জীবন পরিবর্তিত হয়েছে, তাঁদের কেরিয়ার গঠনে টাটা গ্রুপের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাঁদের প্রতি ভালবাসাও চিরকালীন।

Advertisements

ক্রিকেটারদের কেরিয়ার গঠনে রতন টাটার কার্যক্রম এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একসময় যখন ক্রিকেটারদের (Indian Cricket) জন্য কেরিয়ার তৈরির ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা ছিল একটি বড় চ্যালেঞ্জ, তখন টাটা গ্রুপ তাঁদের জন্য চাকরির পথ খুলে দিয়েছে। টাটা মোটর্স, এয়ার ইন্ডিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানগুলির মাধ্যমে ক্রিকেটারদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করার ফলে তাঁরা কেবল খেলার প্রতি নজর দিতে পারেননি, বরং জীবনযাপনেও সচ্ছলতা এনেছেন।

Advertisements

বিশ্ব ক্রিকেটের অসংখ্য তারকার নাম উঠে আসে যখন টাটার সহযোগিতার কথা বলা হয়। যেমন, ফারুখ ইঞ্জিনিয়ার, মোহিন্দর অমরনাথ, সঞ্জয় মঞ্জরেকর—এরা সবাই টাটা গ্রুপের সহায়তা নিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। টাটার কাছে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য একসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় যুবরাজ সিং, হরভজন সিং এবং মহম্মদ কাইফের মতো বর্তমান সময়ের ক্রিকেটারদের। এই সব ক্রিকেটাররা টাটা গ্রুপের মাধ্যমে তাঁদের কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে নিজেদেরকে প্রমাণ করেছেন।

Advertisements

আরো পড়ুন: জাগুয়ার ল্যান্ড রোভার কিনে নিয়ে বিল ফোর্ডকে জীবনের সঠিক শিক্ষা দিয়েছিলেন রতন টাটা

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিরা টাটা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় টাটা স্টিলের কর্মী হিসেবে তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন, আর ধোনি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন কর্মকর্তা ছিলেন। তাঁদের কেরিয়ারের সাফল্যের পেছনে রতন টাটার মতো একজন মহান ব্যক্তিত্বের প্রভাব যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

রতন টাটার সঙ্গে ভারতের ক্রিকেট (Indian Cricket) ইতিহাসের সম্পর্ক অত্যন্ত গভীর ও বিস্তৃত। ক্রিকেটারদের জন্য নিরাপত্তা এবং উন্নতির সঙ্গী হয়ে ওঠা—এটাই তাঁর অন্যতম মহান অর্জন। তিনি যে শুধু একজন ব্যবসায়ী তা নয়, তিনি ক্রিকেটের উন্নতির জন্য একটি মহৎ হৃদয়ের অধিকারী। ক্রিকেটারদের সাফল্যের জন্য টাটা পরিবারের সহযোগিতা ও অনুপ্রেরণা যে ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে, তা একশতবার বললেও কম। তাই, রতন টাটার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, এবং তাঁর নাম ভারতের ক্রিকেট ইতিহাসে একটি সোনালী অধ্যায়ের সূচনা করবে।

Advertisements