Rich List 2024: তালিকায় কোথায় আছে আদানি, সাবিত্রীর নাম, দেখে নিন চটজলদি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Rich List 2024: সদ্য প্রকাশিত হওয়া ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ এ কারা তালিকার শীর্ষে পৌঁছে গেছেন এবং কারা চলে গেছেন পিছনে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। তালিকাটি চোখ বোলালেই দেখতে পাবেন শীর্ষে রয়েছে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির নাম। সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে, সর্বোচ্চ সম্পদ অর্জনকারী হিসেবে গণ্য করা হয়েছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে। তালিকায় কোথায় আছে মুকেশ আম্বানির নাম?

Advertisements

সম্পদ অর্জনের ক্ষেত্রে গৌতম আদানি পেছনে ফেলে দিয়েছেন রিলায়েন্সের মুকেশ আম্বানি এবং জিন্দাল গ্রুপের সাবিত্রী জিন্দালকেও। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি ও সাবিত্রী জিন্দল, ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন এমেরিটাস রয়েছেন পরের স্থানগুলোতে (Rich List 2024)। গত বছরের তুলনায় গৌতম আদানির সর্বোচ্চ সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। সর্বোচ্চ সম্পদের পরিমান বর্তমানে দাঁড়িয়েছ। ১১৬ বিলিয়ন মার্কিন ডলার। ফোর্বস এর তালিকা (Rich List 2024) অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি। চলতি বছর এই শিল্পপতির সম্পদের পরিমাণ ২৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ১১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার।

Advertisements

তালিকাতে তৃতীয় স্থানে আছেন সাবিত্রী জিন্দলের নাম। সম্প্রতি এই মহিলা শিল্পপতি ছাড়িয়ে গেছেন এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদারকে। ২০২৩ সালে তৃতীয় ধনীর তালিকায় (Rich List 2024) ছিলেন তিনি। এবার সেই জায়গায় উঠে এসেছেন সাবিত্রী জিন্দল। তিনি হিসারের বিধায়ক ও দেশের ধনীতম মহিলা। বর্তমানে তার সম্পত্তির পরিমান ৪৩.৭ বিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন শিব নাদার। তিনি এইচসিএল এন্টারপ্রাইজের চেয়ারম্যান। তার তার মোট সম্পত্তির পরিমান ৪০.২ বিলিয়ন মার্কিন ডলার।।

Advertisements

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের দিলীপ সাংভি। তিনি ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তার তার মোট সম্পত্তির পরিমান ৩২.৪ বিলিয়ন মার্কিন ডলার। তালিকার ষষ্ঠ থেকে অষ্টম স্থান পর্যন্ত রয়েছেন যথাক্রমে রিটেইল চেইন ডিমার্টের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দামানি (৩১.৫ বিলিয়ন মার্কিন ডলার), ভারতি এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তল (30.৭ বিলিয়ন মার্কিন ডলার), আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারপারসন কুমার বিড়লা (২৪.৮ বিলিয়ন মার্কিন ডলার)।

আরো পড়ুন: ভারতের ১০০ জন ধন কুবেরদের সম্পত্তির অঙ্ক শুনলে অবাক হবেন আপনিও

নবম স্থান দখল করেছেন সাইরাস পুনাওয়ালা। তিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর। তার মোট সম্পত্তির পরিমান ২৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। পরিশেষে দশম স্থানে রয়েছেন বাজাজ পরিবার। তাদের তার মোট সম্পত্তির পরিমান ২৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও প্রথম ৫০ এর মধ্যে রয়েছেনঃ-

11 হিন্দুজা পরিবার (২২.০ বিলিয়ন মার্কিন ডলার)
12 কুশল পাল সিং (২০.৫ বিলিয়ন মার্কিন ডলার)
13 শাপুর মিস্ত্রি ও পরিবার (২০.৪ বিলিয়ন মার্কিন ডলার)
14 রবি জয়পুরিয়া (১৭.৩ বিলিয়ন মার্কিন ডলার)
15 লক্ষ্মী মিত্তল (১৬.৭ বিলিয়ন মার্কিন ডলার)
16 সুধীর ও সমীর মেহতা (১৬.৩ বিলিয়ন মার্কিন ডলার)
17 মধুকর পারেখ ও পরিবার (১৪.৬ বিলিয়ন মার্কিন ডলার)
18 উদয় কোটক (১৪.১ বিলিয়ন মার্কিন ডলার)
19 আজিম প্রেমজি (১২.২ বিলিয়ন মার্কিন ডলার)
20 মঙ্গল প্রভাত লোধা (১১.৪ বিলিয়ন মার্কিন ডলার)
21 আদি ও নাদির গোদরেজ (১১.২ বিলিয়ন মার্কিন ডলার)
22 জামশিদ গোদরেজ এবং স্মিতা কৃষ্ণা গোদরেজ (১১.১ বিলিয়ন মার্কিন ডলার)
23 বর্মন পরিবার (১০.৪ বিলিয়ন মার্কিন ডলার)
24 পঙ্কজ প্যাটেল (১০.২ বিলিয়ন মার্কিন ডলার)
25 কপিল ও রাহুল ভাটিয়া (১০.১ বিলিয়ন মার্কিন ডলার)
26 মুরুগাপ্পা পরিবার (৯.৮ বিলিয়ন মার্কিন ডলার)
27 বিনোদ এবং অনিল রাই গুপ্ত ও পরিবার (৯.৫ বিলিয়ন মার্কিন ডলার)
28 রেখা ঝুনঝুনওয়ালা (৯.৩ বিলিয়ন মার্কিন ডলার)
29 মুরালি দিভি এবং পরিবার (৯.২ বিলিয়ন মার্কিন ডলার)
30 বিবেক চাঁদ সেহগাল এবং পরিবার (৮.৯ বিলিয়ন মার্কিন ডলার)
31 বিক্রম লাল এবং পরিবার (৮৮ বিলিয়ন মার্কিন ডলার)
32 ইন্দার জয়সিংহানি এবং পরিবার (৮.৬ বিলিয়ন মার্কিন ডলার)
33 নিথিন এবং নিখিল কামাথ এবং পরিবার (৮.৪ বিলিয়ন মার্কিন ডলার)
34 বিজয় চৌহান এবং পরিবার (৮.৩ বিলিয়ন মার্কিন ডলার)
35 হাসমুখ চুদগার এবং পরিবার (৮.২ বিলিয়ন মার্কিন ডলার)
36 দানি পরিবার (৮.১ বিলিয়ন মার্কিন ডলার)
37 মুথুট পরিবার (৭.৮ বিলিয়ন মার্কিন ডলার)
38 কুলদীপ সিং এবং গুরবচন সিং ধিংড়া (৭.৫ বিলিয়ন মার্কিন ডলার)
39 M.A. ইউসুফ আলী (৭.৪ বিলিয়ন মার্কিন ডলার)
40 বেনু গোপাল বাঙ্গুর (৭.২ বিলিয়ন মার্কিন ডলার)
41 সিং পরিবার (৭.১ বিলিয়ন মার্কিন ডলার)
42 রমেশ এবং রাজীব জুনেজা এবং পরিবার (৭.০ বিলিয়ন মার্কিন ডলার)
43 হর্ষ মারিওয়ালা এবং পরিবার (৬.৯ বিলিয়ন মার্কিন ডলার)
44 নুসলি ওয়াদিয়া (৬.৭ বিলিয়ন মার্কিন ডলার)
45 গিরিধারী লাল বাউরি, রাজেন্দ্র আগরওয়াল এবং বনওয়ারি লাল বাউরি (৬.৫ বিলিয়ন মার্কিন ডলার)
46 মহেন্দ্র চোকসি ও পরিবার (৬.২ বিলিয়ন মার্কিন ডলার)
47 পবন মুঞ্জাল এবং পরিবার (৬.১ বিলিয়ন মার্কিন ডলার)
48 কারসানভাই প্যাটেল (৬.০৫ বিলিয়ন মার্কিন ডলার)
49 ইরফান রাজাক এবং ভাইবোন (৬.০ বিলিয়ন মার্কিন ডলার)
50 বিকাশ ওবেরয় (৫.৯ বিলিয়ন মার্কিন ডলার)

Advertisements