Smriti Irani: ছোটপর্দায় ১৫ বছর পর ফিরছেন তুলসী, কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Smriti Irani: স্টার প্লাস চ্যানেলে ১৫ বছর আগে সম্প্রসারিত হওয়া ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের কথা আশা করি সকলেরই মনে আছে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছিলেন স্মৃতি ইরানি।কিন্তু পরবর্তীকালে তিনি প্রবেশ করেন রাজনীতির জগতে। রাজনীতিতে প্রবেশের পর তিনি বিদায় নিয়েছিলেন অভিনয় জগত থেকে। আবার ১৫ বছর বাদে ছোট পর্দায় ফিরছেন স্মৃতি। সূত্র অনুযায়ী জানা যায় যে, রুপালি গঙ্গোপাধ্যায়ের অনুপমা ধারাবাহিকেই ফিরছেন স্মৃতি ইরানি। তবে এই বিষয়ে স্মৃতি কোনরকম মন্তব্য করেননি।

Advertisements

স্টার প্লাসে সম্প্রসারিত হওয়া ‘অনুপমা’ ধারাবাহিকে সম্প্রতি ১৫ বছরের একটি লিপ এসেছে। ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন ঘটেছে। এমনকি বহু অভিনেতা-অভিনেত্রী এই ধারাবাহিকটি ছেড়ে চলেও গেছেন। রুপালি গাঙ্গুলি, অরবিন্দ বৈদ্য এবং আলপনা বুচ এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন এই ধারাবাহিকে। এই ধারাবাহিকে যোগ দিতে চলেছেন স্মৃতি ইরানি (Smriti Irani)।

Advertisements

স্মৃতি ইরানি (Smriti Irani) তাঁর জীবনের বেশ খানিকটা সময়ে কাটিয়ে গেছেন হিন্দি টেলিভিশন জগতে। তবে রাজনৈতিক কেরিয়ার শুরু করার ফলে তাকে ছাড়তে হয়েছিল সিরিয়াল জগত। অবশেষে টেলিভিশন জগতের সেই পরিচিত মুখ আবারো দর্শকেরা দেখতে পাবে। একতা কাপুরের ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের তুলসি বিরানি ছোট থেকে বড় সকলের কাছেই জনপ্রিয়তা অর্জন করেছিল।

Advertisements

আরো পড়ুন: বিষ্ণোইদের প্রশংসায় বিবেক ওবেরয়, সলমনের সঙ্গে পুরনো তিক্ত সম্পর্ক আবারও চর্চায়

স্মৃতি ইরানি (Smriti Irani) সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার কথা তুলে ধরেছিলেন। সেই সময় আর্থিক দিক থেকে যথেষ্টই দুর্বল ছিলেন স্মৃতি ইরানি এমনকি বাড়িতে টাকার অভাব সত্ত্বেও লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপনের প্রস্তাব তাকে ফিরিয়ে দিতে হয়েছিল। পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে স্মৃতি ইরানি বলেন, “তখন সবে কাজ শুরু করেছি। পকেট একেবারে শূন্য।

স্মৃতি ইরানি বিবাহ করেছিলেন জুবিন ইরানিকে। সেই সময় তার ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ হাজার টাকাও ছিল না। এমনকি নিজের বাড়িটুকুও তাকে ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে হয়েছিল। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে তার কাছে ২৫-২৭ লক্ষ্ টাকা কোন ব্যাপার নয় । কিন্তু সেই সময় ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করার জন্য তাকে লোন নিতে হয়েছিল ব্যাংকের কাছ থেকে। অতীতের সেই অবস্থার সঙ্গে আজকের অবস্থার বিস্তর ফারাক। টেলিভিশন জগতে তার কামব্যাক নিশ্চয়ই ভালো হবে এবং দর্শকরা এখন অপেক্ষায় থাকবে স্মৃতি ইরানিকে টেলিভিশন পর্দায় দেখার জন্য।

Advertisements