Amitabh Bachchan: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অবশেষে মুখ খুললেন অমিতাভ, কেমন ছিল তার বাবা – মার সম্পর্ক

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Amitabh Bachchan: বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনকে চেনে না এমন কেউ নেই। বলিউডকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে নিজের পরিবার নিয়ে কখনই সেভাবে কিছু বলতে শোনা যায়নি তাকে। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন একজন বিখ্যাত কবি এ তথ্য সবাই জানে। আজকের এই প্রতিবেদনে এমন কিছু অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন যা সত্যি অবাক করে দেবে আপনাকে।

Advertisements

নিজের পরিবার নিয়ে সম্প্রতি মুখ খুললেন তিনি। যেসব কথা আগে কখনও শেয়ার করেননি, তাই আজকে তিনি সবার সাথে শেয়ার করে নেবেন। হরিবংশ রাই বচ্চন দু’বার বিয়ে করেছিলেন হরিবংশ রাই বচ্চন, এ খবর অনেকেরই অজানা। তাঁর দ্বিতীয় স্ত্রী তেজি বচ্চনের সন্তান অমিতাভ(Amitabh Bachchan)। হরিবংশের প্রথম স্ত্রীর কি হয়েছিল জানেন কি আপনারা? কেন তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল? তুলে ধরা হবে আজকের প্রতিবেদনে।

Advertisements

১৯২৬ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল হরিবংশ রাই বচ্চন এবং শ্যামা বচ্চনের। হরিবংশ রাই বচ্চনের প্রথম স্ত্রী ছিলেন শ্যামা বচ্চন। দুজনের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু সুখ তাদের জীবনে চিরস্থায়ী হলো না। কি পরিণতি হয়েছিল এই দুইজনের? শ্যামা বচ্চন বিয়ের কিছুদিনের মধ্যেই যক্ষা অর্থাৎ টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগেই কি মৃত্যু হয়েছিল তার?

Advertisements

আরো পড়ুন: ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব কেনার দৌড়ে এগিয়ে রয়েছে রিলায়েন্স গ্রুপ, এবিষয়ে কি বলছেন কারণ জোহর

আগেকার দিনে যক্ষা রোগের সেরকমভাবে কোন চিকিৎসা ছিল না। হাজার চেষ্টা করেও বাঁচানো যায়নি শ্যামা বচ্চনকে। যক্ষা রোগে অল্প কিছুদিনের মধ্যে মারা যান হরিবংশ রাই বচ্চনের প্রথম স্ত্রী শ্যামা বচ্চন। স্ত্রীর আকস্মিক মৃত্যু ভেঙে দিয়েছিল হরিবংশ রাই বচ্চনকে। এই প্রসঙ্গে কি বললেন অমিতাভ বচ্চন? তিনি বলেন, বাবার প্রথম স্ত্রী মারা গেলে রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে তিনি চলে গিয়েছিলেন। ক্রমশ হতাশা তাকে গ্রাস করতে থাকে। সেই বিশেষ সময় তিনি যেসব কবিতা লিখেছিলেন সবই বিষাদে মাখা।

এই কঠিন পরিস্থিতির মধ্যেই তার আলাপ হয়েছিল তেজি বচ্চনের সঙ্গে। তেজির ভালবাসায় ধরা দেন অমিতাভের (Amitabh Bachchan) বাবা। অবশেষে দ্বিতীয়বার বিবাহ করেন তিনি। বিয়ের এক বছরের মধ্যেই জন্ম হয় অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চন বাবা-মার প্রতি সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করেছিলেন। বৃদ্ধ বয়সে মুম্বইয়ে নিজের কাছে এনে রাখতেও দ্বিধাবোধ করেননি তিনি।

Advertisements