Central Government DA: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বিশাল সুখবর, ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি, জানুন কতটা বাড়তি টাকা ঢুকবে আপনার পকেটে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Central Government DA: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আশার বাণী নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। বহু প্রতীক্ষার পর, অবশেষে ঘোষণা করা হয়েছে মহার্ঘ ভাতা (Central Government DA) বৃদ্ধির, যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে। এবার কর্মচারীদের বেতন হবে আরও মোটা, কারণ ডিএ বাড়ানো হয়েছে ৩%। এই সুখবর শুধু কর্মরত কর্মচারীদের জন্য নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন বাড়তি সুবিধা। অর্থাৎ, সমস্ত সরকারি কর্মচারীরা, যাঁরা দেশে প্রশাসন চালনার মূল স্তম্ভ, তাঁদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। তাহলে, ঠিক কত টাকা বেশি পাবেন? জানতে রইল বিশদ হিসাব।

Advertisements

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আমাদের সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অভিনন্দন জানাই। আজকের মন্ত্রিসভার বৈঠকে তাঁদের জন্য ৩% ডিএ (Central Government DA) এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৪ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ, কর্মচারী এবং পেনশনভোগীরা আগামী মাস থেকেই তাঁদের বেতনের সঙ্গে বাড়তি ডিএ এবং ডিআর উপভোগ করতে পারবেন। এটি তাঁদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে, বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে এই বাড়তির অপেক্ষায় ছিলেন।

Advertisements

সরকারের এই সিদ্ধান্তের ফলে ৯,৪৪৮ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারি কোষাগার থেকে। তবে কর্মচারীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বস্তি। বর্তমানে, দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা অনিশ্চিত, তাই এ ধরনের সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। কর্মচারীরা যখন দেখবেন যে তাঁদের কঠোর পরিশ্রম এবং সেবার প্রতিদান দেওয়া হচ্ছে, তখন তাঁদের মনোবল এবং উত্সাহ আরও বৃদ্ধি পাবে। এটি একটি রাষ্ট্র হিসেবে আমাদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।

Advertisements

আরো পড়ুন: তালিকায় কোথায় আছে আদানি, সাবিত্রীর নাম, দেখে নিন চটজলদি

তাহলে, আসুন দেখা যাক, কতটা বাড়তি টাকা ঢুকবে আপনার পকেটে? ধরুন, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা। আগে, ৫০% হারে ডিএ বাবদ তিনি মাসে ৯,০০০ টাকা পেতেন। এখন ডিএ ৫৩% হারে বাড়ায়, তিনি পাবেন ৯,৫৪০ টাকা, যা ৫৪০ টাকা বেশি। আবার, যাঁদের মূল বেতন ৩৬,০০০ টাকা, তাঁরা আগে ১৮,০০০ টাকা ডিএ পেতেন, এখন নতুন ডিএ অনুযায়ী পাবেন ১৯,০৮০ টাকা, অর্থাৎ ১,০৮০ টাকা বেশি।

বেসিক স্যালারি অনুযায়ী ডিএ বৃদ্ধির হার আলাদা হবে, তবে প্রত্যেক সরকারি কর্মচারী বাড়তি আয়ের স্বাদ পাবেন। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি ঘটবে। দেশের সার্বিক অর্থনৈতিক চাপে এমন সুবিধা নিঃসন্দেহে কর্মচারীদের আরও উদ্বুদ্ধ করবে এবং তাঁদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। সুতরাং, এবার আপনার বেতন ক্যালকুলেটর হাতে নিন এবং দেখুন কতটা বাড়তি টাকা ঢুকতে চলেছে আপনার পকেটে! এই মহার্ঘ ভাতা (Central Government DA) বৃদ্ধির সিদ্ধান্ত আপনার দৈনন্দিন জীবনে নতুন উজ্জীবন আনবে, যা আপনাকে আরও বেশি সাফল্য অর্জনে সাহায্য করবে।

Advertisements