নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) এখন সবচেয়ে চর্চার ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের বিভিন্ন রুটে ভারতীয় রেল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে। তবে এবার বাংলার বুকে চলা বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে নতুন নতুন পরিকল্পনা করছে রেল। আর সেই সকল পরিকল্পনার মধ্যে বাড়তে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ।
সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে যে কোন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন স্টপেজ দিতে পারে জলপাইগুড়ি রোড রেলস্টেশনে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেলের তরফ থেকে জলপাইগুড়ি রোড রেল স্টেশনকে অত্যাধুনিকমানের রেলস্টেশনে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কাজ শেষ হলেই এমন পরিকল্পনা বাস্তবায়িত করা হতে পারে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার ক্ষেত্রে জলপাইগুড়ি রোড রেলস্টেশন নিয়ে চিন্তা ভাবনা করার পাশাপাশি জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মধ্যে যাতায়াত করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিবর্তন করা হতে পারে। এরপরই ওই ট্রেনের স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।
আরও পড়ুন : Vande Bharat Express: বন্দে ভারতে ফের হামলা হলো ঝাড়খন্ডে, ট্রেনটিকে উদ্দেশ্য করে ছোড়া হলো পাথর
তবে শুধু জলপাইগুড়ি রোড রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এমন নয়, এর পাশাপাশি তালিকায় রয়েছে ধুপগুড়ি রেল স্টেশনও। তবে যেকোনো দুটি স্টেশনের মধ্যে যেকোনো একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে। এক্ষেত্রে যদি ধুপগুড়ি রেল স্টেশনে নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মধ্যে যাতায়াত করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হয় তাহলে আবার জলপাইগুড়ি রোড নিয়ে নতুন পরিকল্পনাও রয়েছে।
যদি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ধুপগুড়ি রেল স্টেশনে দেওয়া হয় সেক্ষেত্রে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে চালানো যায় কিনা তাও বিবেচনার মধ্যে রাখা হয়েছে। তবে এই সকল কোন সিদ্ধান্তই এখন চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নেয়নি রেল। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে রেল বোর্ড বলেই জানিয়েছেন রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক। তবে এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকার মানুষ থেকে শুরু করে পর্যটক প্রত্যেকেরই উপকার হবে।