Reliance-Allianz: একাধিক ব্যবসায়ের সাফল্য লাভ করে সম্প্রতি রিলায়েন্স করতে প্রবেশ করতে চলেছে ভারতের বিমা ব্যবসাতে। এই কারণেই তারা গাঁটছড়া বাঁধতে চলেছে জার্মান বিমা সংস্থা অ্যালিয়ানজের সঙ্গে। মুকেশ আম্বানির সংস্থা জিয়ো ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড খুব শীঘ্রই নতুনরূপে প্রকাশ পেতে চলেছে দেশবাসীর সামনে। বিষয়টি নিয়ে দুই সংস্থার মধ্যে প্রাথমিক আলাপ আলোচনা হয়ে গেছে।
সূত্র মারফত জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই দুটি সংস্থা যৌথভাবে জীবন বিমার ব্যবসায় নামতে চলেছে। জিয়ো ফিনান্সিয়াল সার্ভিস এবং আলিয়ানজ জয়েন্ট ভেনচারের (Reliance-Allianz) প্রচেষ্টায় গড়ে উঠতে চলেছে একটি নয়া যৌথ ব্যবসা। এই দুটি সংস্থা এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনরকম অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
জার্মান সংস্থা আলিয়ানজ বহু বছর ধরেই ভারতীয় বিমার ব্যবসায় নিজের জায়গা মজবুত করেছে। বাজাজ ফিনসার্ভ লিমিটেডের সঙ্গে যৌথভাবে বিমার ব্যবসা করছে তারা। মঙ্গলবার প্রকাশিত একটি রিপোর্টের মাধ্যমে জানা আছে যে, বাজাজের সঙ্গে পার্টনারশিপে আর এগোবে না আলিয়ানজ। বাজাজ এর পক্ষ থেকেও এই একই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে জার্মানি এই বিমা সংস্থাটি ভারতের সঙ্গে এখনই কোন সম্পর্ক ছিন্ন করছে না। ভারতের বাজারে নিজেদের উপর থেকে বজায় রাখতে তারা জোট বাঁধতে চলেছে অন্য সংস্থার সঙ্গে। এই বিষয়ে আলিয়ানজ একটি ইতিবাচক বার্তা দিয়েছে সকলকে। এরপরই জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে আলিয়ানজয়ের (Reliance-Allianz) আলোচনার বিষয়টি সামনে এল।
আরো পড়ুন: ব্যবসা করতে গেলে ঘুষ দিতে হবে মন্ত্রীকে, উত্তরে কি বলেছিলেন রতন টাটা
জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসের এক মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে বলেছে যে, রিলায়েন্স সংস্থার বিনিয়োগ নিয়ে যদি কোনরকম নতুন আপডেট থাকে সে বিষয়ে অবশ্যই সকলকে জানানো হবে। আলিয়ানজের সঙ্গে জয়েন্ট ভেনচারের বিষয়ে জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসের (Reliance-Allianz) তরফে কোনরকম মন্তব্য এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। জার্মানিতে থাকা আলিয়ানজের মুখপাত্রও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
জিয়ো ফিনান্সিয়াল সার্ভিস ভারতীয় বাজারে অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের উপস্থিতিকে অনেক বেশি শক্তিশালী করতে চাইছে। ভেটেরান ব্যাঙ্কার কেভি কামাথ ওই সংস্থা পরিচালনা করেছেন। এছাড়াও মুকেশ আম্বানির ফিনান্সিয়াল সংখ্যা অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবসা শুরু জন্য ব্ল্যাকরক ইনকর্পোরেশনের হাত ধরেছে। বিমার ব্যবসাতেও প্রবেশ করে সাফল্য অর্জন করতে চাইছে রিলায়েন্স। কারণ ভারতে বিমার বাজার অনেক ছোট দেশের জিডিপি-র থেকে বেশি। বিমার বাজারের দিকে বর্তমানে অনেক সংস্থার নজর রয়েছে।