Sovereign Gold: Sovereign Gold নিয়ে কি সিদ্ধান্ত নিল PNB, দেখে নিন একনজরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sovereign Gold: গ্রাহকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটি বিজ্ঞপ্তি জারি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী সভরেন গোল্ড বন্ড এবং RBI বন্ডে বিনিয়োগকারী গ্রাহকেরা অবশ্যই খেয়াল করবেন এই বিশেষ তথ্যগুলো। শেয়ার করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যদি এই বন্ডগুলিতে বিনিয়োগকারী ব্যাঙ্কের গ্রাহকরা সুদ না পায় এবং তাদের বন্ডগুলি ম্যাচিওর হয়ে থাকে বা যদি তা ম্যাচিওর হতে থাকে, সে ক্ষেত্রে তাদের অবশ্যই ব্যাংকের শাখায় যেতে হবে এবং ৫ দিনের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

Advertisements

সোশ্যাল মিডিয়াতে পিএনবি এই বিশেষ প্রচার শুরু করেছে সভরেন গোল্ড বন্ড (Sovereign Gold) এবং আরবিআই বন্ডে বিনিয়োগকারী গ্রাহকদের জন্য। গ্রাহকদের অবশ্যই মেনে চলতে হবে ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তি। আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে আপনি বিস্তারিতভাবে সবটাই জানতে পারবেন।

Advertisements

PNB সভরেন গোল্ড বন্ড (Sovereign Gold) বিনিয়োগকারীদের কি করতে হবে জেনে নিন চটজলদি। ব্যাংকের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি কোনো কারণে অ্যাকাউন্ট নম্বর ভুল হয় কিংবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক দায়ী থাকবে না। যদি কোন কারনে ৬ বছরের বেশি সুদ বা মূল টাকার পরিমাণ কোনও ভাবে দাবি না করা হয়, সেক্ষেত্রে গ্রাহকদের মেনে চলতে হবে গ্রাহকদের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা। আরবিআই এর নির্দেশিকা অনুসারে, যদি সুদ/উইথড্রয়ালে নির্ধারিত পরিমাণের ৩০ দিনের মধ্যে পরিমাণটি দাবি করা না হয়, তালিকাভুক্ত সত্ত্বা ৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার ৭ দিনের মধ্যে এসক্রো অ্যাকাউন্টে স্থানান্তর করবে।

Advertisements

আরো পড়ুন: বিমার ব্যবসায় নামছেন মুকেশ আম্বানি, আলোচনা হল অ্যালিয়ানজের সঙ্গে

অনেক সময় দেখা যায় সাত বছর বাদেও গ্রাহকরা সেই টাকা দাবি করছে না সেক্ষেত্রে ট্রেজারি ডিপার্টমেন্ট আইপিইএফ-এ সুদের সঙ্গে এই পরিমাণ হস্তান্তর করবে। বিনিয়োগকারীদের নির্দেশ করা হচ্ছে যে, উইথড্র না হওয়া পর্যন্ত তাদের অপারেটিভ অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না। যদি কোনো কারণে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তাহলে এই ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। গ্রাহক যখনই সাইন আপ করার সিদ্ধান্ত নেবে তার আগে অবশ্যই যেন অ্যাকাউন্ট নম্বর প্রদান করে দেয়। দ্বিতীয় কোনও অ্যাকাউন্ট নম্বর না থাকলে, উইথড্রয়াল এবং সুদের পরিমাণ অ্যাকাউন্টে জমা হবে না।

পাশাপাশি এটাও জেনে রাখা দরকার সভরেন গোল্ড বন্ড (Sovereign Gold) আসলে কি? সভরেন সোনার বন্ড হল সরকারি সিকিউরিটি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের মূল্যায়ন করা হয় সোনার দামের উপর ভিত্তি করেই। ফিজিক্যাল সোনার বিকল্প হিসেবে মনে করা হয় এই সোনার বন্ডগুলোকে। বিনিয়োগকারীদের এর মূল্য নগদে দিতে হয় এবং বন্ডের উইথড্রল সবসময়ই নগদে হয়ে থাকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই বন্ড জারি করেছে।

Advertisements