Karwa Chauth Viral Video: করবাচৌথের পুজোয় এবার মিয়া খলিফা? কে রাখলেন মিয়া খলিফার জন্য ব্রত?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Karwa Chauth Viral Video: করবাচৌথ হলো এমন একটি ব্রত যা ভারতীয় হিন্দু নারীরা তাদের স্বামীদের দীর্ঘায়ু কামনা করে প্রত্যেক বছর করে থাকেন। এই তিথিতে স্ত্রীরাসূর্য ওঠার আগে একবার খেয়ে সারাদিন আর অন্ন জল স্পর্শ করেন না। রাত হলে চাঁদের দর্শন করার পরেই তারা স্বামীদের হাত থেকে জল গ্রহণ করেন। যদিও বাঙালিদের এই ব্রত করতে দেখা যায়না। তবে হঠাৎই করবাচৌথের একটি ভিডিও ভাইরাল (Karwa Chauth Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

Advertisements

এখন দেখা যায় অনেক অবিবাহিত মেয়েরাও তাদের হবু স্বামীদের দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করছেন। ব্রতটি স্ত্রীদের জন্য হলেও স্ত্রীদের পাশাপাশি আজকাল স্বামীরাও স্ত্রীদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করছেন। দিন শেষে স্বামী স্ত্রী দুজনে দুজনের হাত থেকে জল গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করছেন।

Advertisements

এবার করবা চৌথ এর দিনকে দেখা গেল একটি বিরল ঘটনা। যেই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন। কিভাবে ঘটালো এই হাসির কান্ডকারখানা? এক বয়স্ক ভদ্রলোককে দেখা গেল তার পছন্দের নারীর জন্য করবা চৌথের ব্রত রাখতে। হ্যাঁ তার জীবনে তার সেই বিশেষ মানুষটি হলেন মিয়া খলিফা।

Advertisements

আরো পড়ুন: এ যেন এক অন্য রামলীলা, যেখানে রাবণ তীর নিয়ে ছুটছে রামকে মারতে

একটি ব্লগিং চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি (Karwa Chauth Viral Video) খুব তাড়াতাড়ি বাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ হাতে চালুনি তার মধ্যে প্রদীপ এবং ঘটে জল নিয়ে সামনে টাঙানো এক ছবিতে করবাচৌথ এর রীতি পালন করছেন। ছবির দিকে তাকাতেই অবাক নেটিজেনরা। ছবিটি মিয়া খলিফা নামক এক পর্ণ অভিনেত্রীর।

বৃদ্ধের এই ভিডিওটি (Karwa Chauth Viral Video) ইতিমধ্যে ১০,০০০ এর ও বেশি ভিউ কামিয়ে নিয়েছে। তাতে বয়ে চলেছে কমেন্টসের বন্যা। কেউ কেউ খালি মজার খোরাক হিসেবে ভিডিওটিকে নিলেও হিন্দু সংস্কৃতি নিয়ে মজা করায় রেগে গেছেন অনেকেই। তাদের কথায় বৃদ্ধের বয়স হয়েছে বলে তারা কিছু বলছেন না। কিন্তু এই কাজটি করে তিনি ঠিক করেননি মোটেও। কেউ কেউ বৃদ্ধকে সমর্থন করে লেখেন, যে তিনি কোন ভুল কাজ করেননি, নিজের কাছের মনে করা মন থেকে মানা বিশেষ মানুষের নাম করে করবা চৌথের ব্রত রাখাই যায়।

Advertisements