Bikes Under 1 Lakh: এক লাখের কমে 125cc বাইক? বাইক কিনুন এখন নিজের সামর্থের মধ্যে।

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bikes Under 1 Lakh: ছোট বেলাতে সাইকেল, আর তার পর সকলেরই ইচ্ছে থাকে নিজের একটি বাইকের। কিন্তু সাধ্য বা সামর্থের বাইরে হওয়ার জন্য অনেকেরই সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এবার আপনার স্বপ্ন কেই সত্যি করতে আপনাদের কে জানাবো দেশের ১০ টি এমন দুই চাকার খোঁজ যা হবে আপনার সাধ্য সামর্থের মধ্যেই। যেগুলির দাম মোটামুটি ৭০,০০০ থেকেই শুরু হয়ে ১ লাখের মধ্যে (Bikes Under 1 Lakh)। আসুন জেনেনি সেই ১০ টি বাইকের নাম ও তাদের বৈশিষ্ট্য।

Advertisements

Hero

Advertisements

প্রথমেই আমরা কথা বলবো Hero Passion Pro নামক খুবই জনপ্রিয় একটি বাইক নিয়ে। যার প্রধান বৈশিষ্ট্য হল এর ১২৫ cc এর ইঞ্জিন, ৯ BHP শক্তি এবং ৯ NM টর্ক। এবং এর অন রোড মূল্য প্রায় ৭০,০০০/- অর্থাৎ ১ লাখের মধ্যে (Bikes Under 1 Lakh)। এরপর বলবো Hero Glamour ১২৫। এরও ইঞ্জিন ১২৫ cc। এই গাড়িটি ৬৫ কিমি মাইলেজ দেবে প্রতি লিটারে। এবং এর ডিজাইন অন্যান্য গুলির থেকেও বেশি আধুনিক। এর অন রোড মূল্য ৭৯,০০০। Hero Pleasure ১০০ সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই বাইকটির ইঞ্জিন অন্যগুলোর থেকে একটু হলেও আলাদা। এটি ১০০ CC এর ৪ স্ট্রোক ইঞ্জিন দিয়ে চলে। এর শক্তি ৮ BHP এবং টর্ক ৮ NM এই বাইকটির অন রোড মূল্য ৯৭,০০০ টাকা। Hero Extreme ১২৫ এর ইঞ্জিন ১২৫ CC শক্তি ১২ BHP শক্তি এবং 11NM টর্ক এর অন রোড মূল্য ১,০০,০০০ টাকা।

Advertisements

Honda

এবার আমরা কথা বলবো Honda Shine নিয়ে। যার বৈশিষ্ট্য গুলির মধ্যে আছে ১২৫ cc এর ইঞ্জিন। ১০.৬৯ BHP শক্তি। এবং ১১ NM টর্ক। এর অন রোড মূল্য ৭৪,০০০/-। এবার পরবর্তীতে আমরা আলোচনা করবো Honda SP ১২৫ নিয়ে। যার ইঞ্জিন অন্যান্য গুলির মতন ১২৪ CC, ১০.৭২ BHP শক্তি ও ১০.৯ NM টর্ক। এর অন রোড মূল্য ৭৫,০০০।

Bajaj

Bajaj platina ১২৫ এই বাইক টির ইঞ্জিন ১২৫ CC, ১২BHP শক্তি এবং ১১NM টর্ক। আর এই বাইকটি মাইলেজ ও খুবই ভালো দেয়, যে কোনো অন্য ভালো বাইকের সমান। এর অন রোড মূল্য প্রায় ৯০,০০০ টাকা। Bajaj City ১২৫ ei বাইকটি অন্য বাইক গুলির তুলনাতে অনেকটি আলাদা ও রোজ ব্যবহারের পক্ষেও ভালো। এই বাইকটি ১২ BHP শক্তি ও ১১ NM টর্ক প্রদান করে। দাম ১ লাখের মধ্যে (Bikes Under 1 Lakh)।

আরো পড়ুন: একবার চার্জে ২০০ কিমি রেঞ্জ, মাত্র ১,০০০ টাকায় বুকিং, ইলেকট্রিক বাইক জগতে নতুন যুগের সূচনা

Tvs

Tvs এর তরফ থেকে TVS Scooter ১২৫ নামক এই বাইকটি ১১০ সিসি ইঞ্জিন দ্বারা চালিত গাড়ি। এর শক্তি ৮ BHP এবং ৯ NM টর্ক প্রদান করে। এর অন রোড মূল্য প্রায় ৯২,০০০ টাকা। TVS Ryder ১২৫ বাইকের বিশেষ বৈশিষ্ট্য হলো ১১.৫ BHP শক্তি এবং ১১.৫ NM টর্ক। এর অন রোড মূল্য ১,১২,০০০ টাকা।

যারা নিজস্ব একটি বাইক অনেকদিন ধরেই কিনতে চাইছিলেন কিন্তু কিনতে পারছিলেন না। তাদের জন্য আজকের প্রতিবেদনটি। নিজের জন্য হোক বা কাওকে উপহারের জন্য দাম ১ লাখের মধ্যে (Bikes Under 1 Lakh) হলেও দামী বাইকের থেকে কোনো অংশে কম নয় এই বাইকগুলি। উপরে উল্লেখিত বাইক গুলি দৈনন্দিন ব্যবহারের জন্য একদম সঠিক। এই বাইক গুলি যেমন আপনার কাছে চালানো আরামদায়ক হবে ঠিক তেমনি আপনার সাথে থাকা আরোহীরও কোন অসুবিধা হবে না।

Advertisements