Naihati Boro Maa: নৈহাটি বড়মার নাম শুনলেই ভক্তিতে মন ভরে আসে। তাঁর জাগ্রত লীলার খবর লোকমুখে বিশাল প্রচলিত। আজ প্রায় একশো বছর ধরে পুজো হচ্ছে মায়ের। শুধু দেশ নয় বিদেশের মাটিতেও রয়েছে মায়ের হাজার ভক্ত। দূরত্ব ও অসুস্থতা ছাড়াও আরো বিভিন্ন কারণে সশরীরে এসে পুজো দিতে পারেননা। সেই সব ভক্তদের জন্য অ্যাপ আনলো নৈহাটি পুজো কমিটি। এবার ঘরে বসেই দিতে পারবেন বড় মায়ের পুজো।
কিভাবে পুজো দেবেন? অনলাইনের মাধ্যমে পুজো দিতে হলে প্লে স্টোর থেকে “জয় বড় মা” (Naihati Boro Maa) নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর ইমেল এড্রেস দিয়ে রেজিষ্টার করতে হবে। এর পর প্রোফাইলে নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সেট করে নিতে হবে। এরপর পুজো অপশনে ক্লিক করলেই বিশেষ তিথি সহ বিভিন্ন বারের পুজোর তালিকা খুলে যাবে। এরপর নিজের পছন্দের দিন বেছে নিয়ে নাম, ধাম, গোত্র, তারিখ এবং ফোন নাম্বার দিয়ে পুজোর তালিকায় নাম নথিভুক্ত করা যাবে।
আরো পড়ুন: মন্দিরে কে বিরাজমান? মা কালী নাকি জগন্নাথদেব? কেন সংশয় ভক্তদের মনে?
তবে দক্ষিণা দেওয়ারও রয়েছে সুযোগ। এক্ষেত্রে নাম নথিভুক্ত করার সময় দক্ষিণা দেওয়ার অপশনে গেলে সামর্থ্য মতো অর্থপ্রদান করতে পারবে ভক্তরা। এক্ষেত্রে অনলাইন বা ইউপিআই অ্যাপ ব্যবহার করে দক্ষিণা প্রদান করা যাবে। তবে দক্ষিণা দেওয়াটা ঐচ্ছিক শুরুতেই এই ব্যাপারে আপনাকে ঠিক করে নিতে হবে।
আরো পড়ুন: ধনতেরাসের দিনে এই ৫টি জিনিস কিনলেই সর্বনাশ, ঘরে আসবে না সম্পদ, আসবে দুর্ভাগ্যের ছায়া
গত বছর লক্ষ্মীপুজোর দিন বড়মার নতুন মন্দির উদ্বোধন হওয়ার পর বর্তমানে প্রতিষ্ঠা করা হয়েছে কষ্টিপাথরের মূর্তি। এর পর থেকে আরও ভক্তের ভিড় বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে পূজা কমিটি। আগে বড়মার ছবিতে পুজো হতো সারা বছর! সেখানে মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর ভক্তদের ঢল নামছে মায়ের (Naihati Boro Maa) দর্শনে।
এবার মায়ের ১০১ বছর পূর্তির পূজায় বড় আকর্ষণ হলো ২২ ফুট উচ্চতার প্রতিমা। যা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন। তাই কালীপুজোর সময় কোনো ভক্তই যাতে বঞ্চিত না হয় সেই কথা ভেবেই তৈরি হয়েছে অ্যাপটি। ইতিমধ্যে অনলাইনে পুজো দেওয়ার পদ্ধতিও চালু হয়েছে। এর সাথে পুজোর দিনে ভিড়ের মধ্যেও যাতে সকল ভক্তরা পুজো দেখতে পারেন সেজন্য বড় LED স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।