Tata Punch SUV: ধনী থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেরই গাড়ি কেনার ইচ্ছে থাকে কিন্তু সেই স্বপ্নপূরণ করার সাধ্য মধ্যবিত্তের হয় না। কারণ গাড়ি কেনা আর হাতি পোষা বর্তমানে সমান। দুর্মূল্যের বাজারে গাড়ি কেনার কথা চিন্তা করলেই পকেটে টান পড়বে সাধারণ মানুষের। আজকের প্রতিবেদনে এমন একটি গাড়ির কথা উল্লেখ করা হবে যা এইসব সমস্যার সমাধান ঘটাবে। TATA Punch হল টাটা মোটরসের এমন একটি গাড়ি যা মাইলেজ দেবে বেশি কিন্তু দাম অনেকটাই কম। কোম্পানি এই গাড়ির দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে মনোযোগ সহকারে পড়ুন প্রতিবেদনটি।
SUV সেকশনের গাড়ি বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় প্রথমে থাকে। টাটা সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজারে নিয়ে এসেছে এমন একটি গাড়ি (Tata Punch SUV) যা সাধারণ মানুষের একেবারে সাধ্যের মধ্যে। টাটা পাঞ্চ কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে বর্তমানে সকলের পছন্দের একটি গাড়ি। এই গাড়িটির বিক্রি দিনকে দিনে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি টাটা পাঞ্চ করমুক্ত হয়েছে। টাটা পাঞ্চের আগে মারুতি, হুন্ডাই এবং টয়োটার গাড়িগুলিও করমুক্ত ছিল। দীপাবলিতে আপনিও যদি বাড়িতে নতুন গাড়ি নিয়ে যেতে চান তাহলে TATA Punch কিনতে পারেন।
TATA Punch (Tata Punch SUV) কিনলে দিতে হবে না কোন কর, তাহলে মধ্যবিত্তের জন্য এর থেকে ভালো গাড়ির অপশন আর হতে পারে না। গাড়িটিকে ট্যাক্স ফ্রি করার পরে, এতে সাশ্রয় হবে প্রায় এক লক্ষ টাকা। যখন নতুন গাড়ি কেনা হয় তখন সিএসডিকে দিতে হয় মাত্র ১৪ শতাংশ ট্যাক্স, সেখানে নতুন গাড়ি কিনতে হয় ২৮ শতাংশ। টাটা পাঞ্চ পিওর ট্রিমের দাম ৬,১২, ৯০০ টাকা, কিন্তু আপনি পেয়ে যাবেন ৫,৩২, ৩৯৪ টাকাতে। অন্যদিকে ক্রিয়েটিভ এএমটি ডিটি এসআর ট্রিমের দাম যেখানে ৯, ৮৯, ৯০০ টাকা, সেখানে এক লক্ষ টাকার ছাড়ে গাড়িটি পেয়ে যাবেন আপনি ৮, ৮০, ৭৬২ টাকায়।
আরো পড়ুন: Toyota-এর এই গাড়ি, শক্তির রাজা, অফ-রোডের বীর, একটি SUV যেটা মুগ্ধ করবে সবাইকে
টাটা মোটরসের এই গাড়িটিতে (Tata Punch SUV) রয়েছে একটি ১. ২-লিটার, ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হয় যা 72.5PS পাওয়ার এবং 103Nm টর্ক উৎপন্ন করে, যা ৫-স্পিড গিয়ারবক্সের সাথে মিলিত হয়। পাশাপাশি এই গাড়িতে পেয়ে যাবেন 18.97kmpl এবং অটোমেটিক ট্রান্সমিশন সহ 18.82 kmpl। বাড়তি ফিচারস হিসাবে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্বয়ংক্রিয় এয়ার কন্ডিশনার, অটোমেটিক হেডলাইট, সংযুক্ত গাড়ি প্রযুক্তি রয়েছে। সুরক্ষার দিক থেকে গাড়িটিকে দেওয়া হয়েছে ফাইভ স্টার রেটিং। বিল্ড কোয়ালিটি বেশ সলিড। এতে অনায়াসে ৫ জন বসতে পারবেন এবং এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV। করমুক্ত হওয়ার সুবিধা, শুধুমাত্র লাভ করবেন ভারতীয় জওয়ানরাই। কারন টাটা পাঞ্চ সরাসরি ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট (সিএসডি) থেকে কেনা যাবে।
ভারতীয় গাড়ির মার্কেটে টাটা পাঞ্চ রেকর্ড ভেঙে দিয়েছে বিক্রির ক্ষেত্রে। গত ছয় মাসের রেকর্ড দেখলে অবাক না হয়ে পারবেন না। টাটা পাঞ্চ এই বছরের এপ্রিল-সেপ্টেম্বরের মধ্যে ১, ১, ৮২০ ইউনিট (H1 FY25) বিক্রি করেছে। তালিকার দ্বিতীয় স্থানে আছে Hyundai Creta। এছাড়াও বিগত ছয় মাসে ক্রেটা ৯৬, ৪১৬ ইউনিট বিক্রি করে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হয়ে উঠেছে। মারুতি এরটিগা গাড়ি ৯৫, ০৬১ ইউনিট বিক্রি করে তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি হয়ে উঠেছে।