Winter in Bengal: ঘূর্ণিঝড় ডানার প্রভাব সব থেকে বেশি পড়েছে ওড়িশা রাজ্যে। তবে বাংলাতে উপকূলবর্তী এলাকাতে এর কিছু প্রভাব লক্ষ্য করা গেছে। ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যের অবস্থাই শোচনীয়। আবহাওয়াবিদদের কথায় ধীরে ধীরে দুর্যোগের কালো মেঘ কেটে যাবে এবং শীঘ্রই হয়তো বাংলায় শীতের দেখা মিলবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তীব্র ঘূর্ণিঝড় ডানা, বর্তমানে ওড়িশার ওপর ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে ঘুড়ির আকারে দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাবে। বাংলার মানুষ আবারও রোদ ঝলমলে আবহাওয়া পেতে চলেছে।
বাংলার মানুষদের জন্য একটি খুশির খবর হল, আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা সহ বাংলার নানা জায়গায় শীতের আমেজও (Winter in Bengal) আসতে শুরু করবে। হাওয়া অফিস সম্প্রতি এমনটাই ইঙ্গিত করেছে। শীতের আমেজ গায়ে মেখে কাছে পিঠে কোথাও ঘুরেই আসা যেতে পারে। তবে তার আগে ভালোভাবে চোখ বুলিয়ে নিতে হবে আবহাওয়ার খবরের দিকে।
বেশ কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় ডানার কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া যথেষ্টই প্রতিকূল ছিল কিন্তু সম্প্রতি সমস্ত দুর্যোগ কেটে গেছে। এখন অবশ্য দক্ষিণবঙ্গের মানুষ রোদ ঝলমলে আবহাওয়া উপভোগ করছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে দুর্যোগ পরবর্তী সময়ে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে দক্ষিণবঙ্গে। এছাড়াও দক্ষিণবঙ্গের মানুষ খুব শিগগিরই উপভোগ করবে শীতের আমেজ (Winter in Bengal)।
আরো পড়ুন: এবার হুস করে চলে যাওয়া যাবে দীঘায়, নতুন বাইপাস নিয়ে বৈঠক রাষ্ট্রের
উত্তরবঙ্গের আবহাওয়া যদিও বছরের বেশিরভাগ সময় থাকে মনোরম। তবু হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের উপরিভাগের দুই জেলা যেমন দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: বাংলায় রয়েছে পূর্ব ভারতের সবথেকে বড় নামের রেলস্টেশন, জানেন কোথায় এটি
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জেনে নেওয়া দরকার। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও মালদা জেলায়।
তবে বাঙালি কবে শীতের (Winter in Bengal) দেখা পাবে সেটা জানা যাবে এই প্রতিবেদনের মাধ্যমে। হাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী ৩১শে অক্টোবরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে চলেছে শীত। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে ১লা নভেম্বর থেকেই শীতের আমেজ অনুভব করতে শুরু করবে সাধারণ মানুষ। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি কাছাকাছি চলে আসবে।