Kolkata Metro Yellow Line: কলকাতা বিমানবন্দরগামী যেকোনো ট্যাক্সি কিংবা ক্যাব ভাড়া করতে গেলে মাথায় হাত সাধারণ মানুষের। এই ঝামেলা আর পোহাতে হবে না কলকাতাবাসীকে। মেট্রোর ইয়েলো লাইনের কাজ কলকাতায় শুরু হয়ে গেছে এর মধ্যেই। প্রথম সাত কিলোমিটারে যাত্রী পরিবহণ একবার শুরু করতে পারলে ‘হার্ট অফ দ্য সিটি’ থেকে বিমানবন্দর যাওয়া মানুষের পক্ষে একেবারে সহজ হয়ে যাবে। ইংরেজি বছর থেকেই হয়তো শুরু হয়ে যাবে এই পরিষেবা।
কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) দপ্তর থেকে কয়েকদিন আগেই যাত্রী পরিবহনের অনুমোদন পেয়েছে নোয়াপাড়া থেকে যশোহর রোড হয়ে দমদম ক্যান্টনমেন্ট — মেট্রোর ইয়েলো লাইনের (Kolkata Metro Yellow Line) এই অংশ। কিন্তু মেট্রো পরিষেবা যদি এই তিনটি স্টেশন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে তা কর্তৃপক্ষের পক্ষে লাভজনক হবে না। লাভের কথা চিন্তা করতে গেলে লাইনটিকে সম্প্রসারিত করতে হবে দমদম ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া-বারাসত পর্যন্ত। এর সবথেকে বড় কারণ হলো এই অংশে নিত্যদিন ৩০-৪০ হাজার যাত্রী যাতায়াত করবে এমনটাই ভাবা হয়েছে।
আরো পড়ুন: এবার হুস করে চলে যাওয়া যাবে দীঘায়, নতুন বাইপাস নিয়ে বৈঠক রাষ্ট্রের
আশা করা হচ্ছে যে আগামী বছর শেষ হওয়ার আগেই বিভিন্ন লাইন মিলিয়ে মেট্রোর বিস্তার ৯০ কিলোমিটার হবে। কলকাতার পরিবহন ব্যবস্থা এখন আগের থেকে আরো বেশি উন্নত হতে চলেছে এই মেট্রোর (Kolkata Metro Yellow Line) জন্য। কোন নির্দিষ্ট অংশে যে মেট্রোর কাজ সম্প্রসারিত হবে তা নয় গোটা শহর জুড়েই তা সম্প্রসারণের চেষ্টা চলছে। তবে সপ্তাহখানেক আগে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত অংশে রেকে এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর অংশে ট্র্যাক বরাবর ট্রলিতে ইনস্পেকশন করা হয়।
আরো পড়ুন: মেট্রোর তরফ থেকে দেওয়া হল বড় আপডেট, আদৌ কি চালু হবে হাওড়া-সল্টলেক মেট্রো
পরিদর্শন করে আশা করা যাচ্ছে যে মেট্রোর ইয়েলো লাইনের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রলি ইনস্পেকশন এই প্রথমবার করা হয়েছে। আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যেই হয়তো নোয়াপাড়া টু এয়ারপোর্ট যাত্রী পরিবহণের জন্য উপযুক্ত করে তোলা হবে।
এই অংশে যাত্রী পরিবহনের চাপ অনেকটাই বেশি। এমনটাই আশা করেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি থেকে এয়ারপোর্ট যেতেও অনেক সুবিধে হবে। যাত্রীরা খুব সহজেই ব্লু-লাইন ধরে নোয়াপাড়ায় নেমে ট্রেন বদলে বিমানবন্দরগামী মেট্রোয় (Kolkata Metro Yellow Line) উঠলেই এড়াতে পারবেন ভিআইপি রোডের যানজট।