Kali Puja Extra Trains: সাধারণ মানুষের কাছে দুর্গাপুজো মানেই কলকাতায় ঠাকুরদেখা। তেমনই কালীপুজোতে মানুষের ভিড় দেখা যায় বারাসাত এবং মধ্যমগ্রামে। রেলের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে যেমন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় তেমনি ব্যবস্থা থাকে কালীপুজোর জন্যও। বারাসাত এবং মধ্যমগ্রামের জাঁকজমকপূর্ণ কালীপুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই দুই এলাকায় ভিড় জমান। তবে শুধু ঠাকুর দেখাই নয় রাতে বাড়ি ফেরা হলো সবথেকে বড় চিন্তার বিষয়। এবার দর্শনার্থীদের সুবিধার্থে মাঝ রাত অবধি ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। মনোযোগ সহকারে জেনে নিন কোন ডিভিশনের শেষ ট্রেন কখন ছাড়বে?
পূর্ব রেলের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে যে, চলতি বছর ৩১শে অক্টোবর এবং ১লা নভেম্বর হল কালীপুজো। অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার কালীপুজো ও দীপাবলির অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্যই রেলের পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে বাড়ানো হবে ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন (Kali Puja Extra Trains)। যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনে থামবে ট্রেনগুলি। কোন রুটে কত রাত পর্যন্ত চলবে এই ট্রেন?
শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): যেসব যাত্রীরা রানাঘাট যাবে তাদের জন্য শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছেড়ে রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছবে এই ট্রেন (Kali Puja Extra Trains)। রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত সাড়ে বারোটায় ছেড়ে সোয়া একটায় বারুইপুর পৌঁছবে (Kali Puja Extra Train)। আবার বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে ছেড়ে রাত ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-ডানকুনি-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত সোয়া ১২টায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি থেকে বৃহস্পতিবার রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। বারাসত থেকে রাত ১টা ১০মিনিটে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে (Kali Puja Extra Trains)।
তাই নিশ্চিন্তে রাত জেগে ঠাকুর দেখা যাবে। কারণ বাড়ি ফেরার চিন্তা আর করতে হবে না সাধারণ মানুষকে।