New Health Seva Plan: রিলায়েন্স গোষ্ঠীর নাম সারা ভারত জুড়ে বিখ্যাত, দেশের বাইরেও রিলায়েন্স গোষ্ঠীর সফলতা দেখার মত। সম্প্রতি রিলায়েন্স গোষ্ঠীর মালকিন নীতা আম্বানির উদ্যোগ চমকে দিয়েছে গোটা দেশকে। বরাবর টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটাকে বিভিন্নরকম মানবিক কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখে এসেছে দেশের জনগণ। কিন্তু এই কাজে পিছিয়ে নেই আম্বানিও। আজকের প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হবে।
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি। সম্প্রতি তিনি একটি বিরাট ঘোষণা করেছেন যা কল্যাণ করবে বহু শিশু এবং নারীর। তিনি একটি নতুন হেল্থ সেবা প্ল্যানের (New Health Seva Plan) কথা ঘোষণা করেছেন। এখানে ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের। নীতা আম্বানির প্রচেষ্টায় শিশুদের, মহিলাদের ও বয়ঃসন্ধিকালের মেয়েদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। নতুন হেল্থ সেবা প্ল্যানেরই অঙ্গ এই নতুন প্ল্যান।
আরো পড়ুন: পড়ুয়াদের স্কলারশিপ দেবে কেন্দ্র, আবেদন করতে হবে ৩১শে অক্টোবরের আগেই
তিনি নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছেন ৫০,০০০ শিশুর হৃদযন্ত্রের চিকিৎসার। এই ব্যবস্থা করে তিনি দেশের জনগণের মনে নিজের স্থান করে নিয়েছেন। পাশাপাশি এদের রোগ নির্ণয়েরও ব্যবস্থা করা হবে। ৫০,০০০ নারীর ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হবে এই সেবা প্ল্যান এর (New Health Seva Plan) মাধ্যমে।
আরো পড়ুন: যেতে হবে না ক্যাফেতে, এবার ঘরে বসেই আপডেট করুন আধার কার্ড
এই প্ল্যান এর (New Health Seva Plan) আওতায় ১০,০০০ বয়ঃসন্ধিকালের মেয়েদের বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সার টিকাকরণের ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থা করা হয়েছে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের দশমতম বার্ষিকী উপলক্ষে। সূত্র মারফত এমনটাই জানা গেছে। রিলায়েন্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বহু গরিব নারী, শিশু এবং প্রাপ্তবয়স্ক মেয়েরা তাদের জীবনের নতুন পর্যায় শুরু করতে পারবে এই চিকিৎসাটি হলে।
এই প্ল্যানটির দ্বারা উপকৃত হয়েছেন দেশের বহু নারী, শিশু এবং প্রাপ্তবয়স্ক মেয়েরা। এছাড়াও আম্বানি গোষ্ঠীর উদ্যোগে বহু শিশুর হৃদযন্ত্রের সমস্যারও সমাধান হয়েছে। বহু শিশুর অভিভাবকেরা এবার নতুন করে আশার আলো দেখছে। এই দেশে বেশিরভাগ নারীরাই বুঝতে পারে না তাদের আদৌ কি রোগ রয়েছে, এবার থেকে এই সমস্যারও সমাধান হবে। শুধুমাত্র যে রোগ নির্ণয় হবে তা নয় পাশাপাশি রোগের চিকিৎসারও ব্যবস্থা করবে রিলায়েন্স।