Singapore Tourism:-মালদ্বীপ ছেড়ে ভারত মজেছে এ কোন দেশে! ভারতীয় পর্যটকরা রেকর্ড ভিড় জমালেন চলতি বছরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Singapore Tourism: গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছিল ছুটি কাটাতে বিদেশ ভ্রমণ (Singapore Tourism)বা সদ্য বিবাহিত যুগলরা নিজেদের হানিমুন কাটাতে চলে যাচ্ছেন মালদ্বীপে। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে মালদ্বীপ ও ভারতের মধ্যে কোনো সুমধুর সম্পর্ক তো নেই, উল্টে সম্পর্ক খারাপের দিকে এগোচ্ছে।

Advertisements

ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক খারাপ হওয়ার দরুন ভারতীয় পর্যটক প্রায় নেই বললেই চলে মালদ্বীপে। ভারতীয় পর্যটক কমে যাওয়ায় বেশ অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে মালদ্বীপ। নিজেদের অর্থনৈতিক অবস্থান ঠিক রাখার জন্য ভারতের সাথে আবার আগের মতো সম্পর্ক ঠিক করে নিতে চাইছে মালদ্বীপ। ভারতের দিক থেকে যদিও এখনও কোন উত্তর মেলেনি।

Advertisements

আরো পড়ুন: আপনিও কি চান ট্রেনের জানলার ধারে বসতে, ঘরে বসেই বেছে নিন এই সুযোগ

মালদ্বীপ আগে ভিড়ে ঠাসা থাকতো ভারতীয় পর্যটকের জন্য। কিন্তু দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার জন্য এখন মালদ্বীপ প্রায় ফাঁকা। এখন মানুষ মালদ্বীপ থেকে মন সরিয়ে ঘুরতে যাওয়ার জন্য মন দিয়েছে অন্য এক দেশ কে। যেই সময় থেকে কমতে শুরু করেছে মালদ্বীপের ভিড়, তখন থেকেই ভারতীয়দের ভিড়ে থিকথিক করছে এই জনপ্রিয় দেশ(Singapore Tourism)। ঘুরতে যাওয়ার জন্য এই দেশও বেশ জনপ্রিয়, কিন্তু মালদ্বীপের ভিড় কমতে যে রেকর্ড ভিড় হবে এই দেশে তা আশা করা হয়নি। যেই দেশটির কথা বলছি, তার নাম হলো সিঙ্গাপুর। ভারতীয়দের কাছে বেশ জনপ্রিয় এই দেশ ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু ইদানিং একটু বেশিই মন মজেছে ভারতীয়দের।

Advertisements

আরো পড়ুন: ট্রেন ছাড়তে দেরি হলে আর দুশ্চিন্তা নয়, নতুন সময় জানিয়ে চিন্তা কমাবে রেল

এই বছরে প্রায় নয় মাসের মধ্যেই সিঙ্গাপুরে রেকর্ড ভিড় জমিয়েছেন ভারতীয়রা। পর্যটক সংখ্যা প্রায় ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ১৮০ জনে। এই তথ্য মিলল সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) পক্ষ থেকে। তাদের মতে ভারতীয় থেকে বেশ ভারী সংখ্যক মানুষ সিঙ্গাপুরে আসেন। গত ২০২৩ সালের ভারতীয় পর্যটক সংখ্যার থেকে প্রায় ১৩ শতাংশ ২০২৪ সালে বেড়েছে বলে দাবি তাদের। তাদের ধারণা বছর শেষ হতে আগের বছরের থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এই বছর সিঙ্গাপুরে আসবেন।

ভারতীয়দের বেশ পছন্দের স্থান হয়ে ওঠায় সিঙ্গাপুরের বেশ কিছু নতুন্নত করবে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড। যাতে আগামী বছর গুলিতেও এই পর্যটক সংখ্যা আরো বেড়ে ওঠে। মেরিনা বে স্যান্ডস, অরচার্ড রোড, সিঙ্গাপুর ফ্লায়ার, সেন্টোসা দ্বীপ, ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর, মেরলিয়ন পার্ক, SEA অ্যাকোয়ারিয়াম, মাদাম তুসো মোম জাদুঘর, বুদ্ধ টুথ রিলিক টেম্পল, চায়নাটাউন, ইত্যাদি স্থান গুলো হলো সিঙ্গাপুরের(Singapore Tourism) আকর্ষণীয় ঘোরার স্থান।

Advertisements