Reliance Diwali Gift: আলোর উৎসব দিওয়ালিতে সবাইকে মিষ্টি বিতরণ এবং উপহার বিতরণের মধ্যে দিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। পরিবারের সকলের মধ্যেও এই একই রীতি লক্ষ্য করা যায়। এমনকি বিভিন্ন বহুজাতিক কোম্পানি এই দিওয়ালির মতো বিশেষ সময়ে তাদের অফিসের কর্মীদের বোনাস বাবদ টাকা এবং বিশেষ উপহার ও মিষ্টি দিয়ে থাকে।
বিভিন্ন সংস্থার কর্মীরা সারা বছর এই বিশেষ সময়টির জন্য অপেক্ষা করে থাকে। কর্মীরা অপেক্ষা করে কোম্পানি থেকে তাদের জন্য কি বিশেষ উপহার বরাদ্দ করা হয়েছে সেটি দেখার জন্য। এই একই ঘটনা দেখা গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মীদের সাথেও। এক ভাইরাল ভিডিয়োতে একজন রিলায়েন্স কর্মী তুলে ধরেছেন দিওয়ালি উপলক্ষে তাদের কি কি বিশেষ উপহার(Reliance Diwali Gift) দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
আরো পড়ুন: মুভির স্ক্রিনিংয়ে তেলুগু অভিনেতাকে থাপ্পড় কষালেন এক নারী, পরে জানা গেলো আসল কারণ
রিলায়েন্স তাদের কোম্পানির কর্মীদের দিওয়ালি উপলক্ষে কি বিশেষ উপহার (Reliance Diwali Gift) দিয়েছে আসুন জেনে নিই। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বড় বক্স এবং সেই বক্সে রয়েছে তিনটি প্যাকেট। একটি প্যাকেটে রয়েছে কাজু, অন্যটিতে রয়েছে আমন্ড বাদাম, কিশমিশ, আর প্রদীপ। ব্যাগটি কাপড়ের থলিতে সযত্নে মোড়া। রিলায়েন্স ইনফো কমের সঙ্গে কর্মরত এক সফ্টওয়্যার ডেভেলপার তুলে ধরেছেন রিলায়েন্সের এই উপহারের ভিডিয়ো।
আরো পড়ুন: করবাচৌথের পুজোয় এবার মিয়া খলিফা? কে রাখলেন মিয়া খলিফার জন্য ব্রত?
ভিডিয়োতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটি বড় সাদা বাক্স(Reliance Diwali Gift) । তাতে লেখা ‘দিপাবলীর শুভেচ্ছা’, ‘শুভ দিপাবলী’। এটি হিন্দি ও ইংরেজিতে লেখা। বক্সের ভিতরে রয়েছে আরও বিভিন্ন জিনিস যেমন, সাদা পোটলি ব্যাগ। তাতে কাজু, বাদাম, প্রদীপ, কিশমিশ রয়েছে। বক্সটি পেয়ে রীতিমতো খুশি রিলায়েন্সের ওই কর্মী।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই কর্মীটির হাতে রয়েছে একটি বৃত্তাকার বাক্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, স্ত্রী নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা, ইশা আম্বানি এবং আনন্দ পিরামল, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এবং পরিবারের চার তরুণ নাতি-নাতনির কাছ থেকে একটি নোট সহ একটি কার্ড রয়েছে। ভিডিওটিতে কমেন্টের ঝড় বয়ে গেছে। নেটিজেনরা উপহার নিয়ে নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেকে আবার বলছেন যে তাঁরা তাদের নিয়োগকর্তার কাছ থেকে একটি এয়ার ফ্রাইং পেয়েছেন, অন্য একজন বলেছেন যে তিনি ২০২৪ সালের দীপাবলির জন্য তার কোম্পানি থেকে নগদ বোনাস পেয়েছেন।