Naihati Station: কালীপুজোতে ভিড় সামাল দিতে নৈহাটি স্টেশন নিয়ে অভিনব পদক্ষেপ নিল রেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Naihati Station: রাজ্য এখন মেতে রয়েছে দীপাবলি ও কালীপুজোর উৎসবে। পশ্চিমবঙ্গের মধ্যে নৈহাটি হলো এমন একটি জায়গা যেখানে কালীপুজো বরাবরই জাঁকজমকের সঙ্গে পালন করা হয়ে থাকে। তার ওপর উপড়ে পাওনা হলো নৈহাটির বড়মা। নৈহাটির বড়মা দর্শনের জন্য দূরদূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করে নৈহাটিতে। কথিত আছে মনের আবেগ নিয়ে মার কাছে কিছু চাইলে মা কখনোই ভক্তকে খালি হাতে ফেরায় না। নৈহাটির পুজোতে স্বাভাবিকভাবেই মানুষের ভিড় দেখা যাবে এবং স্টেশনে চাপ থাকবে সাধারণ যাত্রীর। কিভাবে এই ভিড় সামাল দেবে ভারতীয় রেল?

Advertisements

নৈহাটি অঞ্চলের সবকটি পুজো বেশ জনপ্রিয়। এখানে প্রতিবছর প্রচুর দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। সেই কারণে ভিড় হয় নৈহাটি স্টেশনেও (Naihati Station)। ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল রেল। যাতে ঠাকুর দেখতে এসে সাধারণ মানুষের কোনরকম সমস্যা না হয় তার জন্য নৈহাটি স্টেশন নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো রেল। ভিড়ের সময় ১ নম্বর প্ল‌্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ রাখবে রেল।

Advertisements

আরো পড়ুন: বাংলার ঝুলিতে দেওয়া হবে বন্দে ভারত স্লিপার, সাথে থাকবে নতুন স্টপেজও

সূত্র মারফত জানা গেছে যে ভিড় সামাল দেওয়ার জন্য আগামী ৪ দিনের জন্য ১ নম্বর প্ল‌্যাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার অর্থাৎ ৩রা নভেম্বর পর্যন্ত ওই প্ল্যাটফর্মে (Naihati Station) ঢুকবে না কোনরকম নৈহাটি লোকাল। ঠাকুর দেখতে এসে এমনিতেই স্টেশন চত্বরে ভিড় লক্ষ্য করা যাবে এবং এর থেকে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্যই এই ব্যবস্থা। যারা কালীপুজোর প্যান্ডেল হপিং করেন তাদের তালিকায় নৈহাটি সবার প্রথমে থাকবে।

Advertisements

আরো পড়ুন: এবার থেকে সাধারণ মানুষ আবাস যোজনা পাবে রাজ্যের সিদ্ধান্তে, কেন্দ্রের শর্তে নয়

সন্ধে‌ ৫টা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন ঢোকা। রেলের এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হলো যাত্রী সুরক্ষা। বছরের এই বিশেষ কয়েকটি দিনে এত পরিমানে ভিড় থাকে যে পুলিশ সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়। সম্প্রতি বান্দ্রা স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ঠ হওয়ার ঘটনার পর দেশের বিভিন্ন স্টেশনগুলোতে উৎসবের মরশুমে অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

রেল সূত্রে জানা গেছে যে, ভিড় সামাল দিতে ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে প্ল‌্যাটফর্ম টিকিট বিক্রি করা। হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশনে ‘কিউ’ করে যাত্রীদের ট্রেনে তোলার ব‌্যবস্থা হয়েছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের ১ নং প্ল্যাটফর্মের (Naihati Station)বদলে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্ল্যাটফর্মে ওঠা ও নামার ক্ষেত্রেও। প্রবেশের জন্য টিকিট কাউন্টার ও দক্ষিণের আন্ডারপাস ব্যবহার করা হবে।

Advertisements