Howrah Bridge in Bangali: হাওড়া ব্রিজের সঙ্গে বাঙালির এক বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে। কলকাতার ঐতিহ্য এবং হাওড়া ব্রিজ যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতু যুক্ত করেছে দুটি ব্যস্ত শহর কলকাতা এবং হাওড়াকে। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। তাই স্বাভাবিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। কিন্তু বলুন তো হাওড়া ব্রিজকে বাংলায় কী বলে?
চোখের সামনে থাকলেও এই উত্তরটি কিন্তু এখন অনেকের কাছেই অজানা। সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো রোজকার জীবনের অত্যন্ত প্রয়োজনীয়, এমনকি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এগুলোর গুরুত্ব রয়েছে। চেনা জিনিস অনেক সময় অজানা হয়ে যায়। সাধারণ জ্ঞানের চর্চা যারা করে তারা এরকম অজানা প্রশ্ন জানার জন্য আগ্রহী হয়ে থাকে। জ্ঞানের ভান্ডার যত পরিপূর্ণ হবে তত লাভ। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি অজানা প্রশ্নের (Howrah Bridge in Bangali) উত্তর পাওয়া যাবে এবং জানলে সকলে আশ্চর্য হবেন।
আরো পড়ুন: জল সরবরাহের ঘাটতি মেটাতে এবার স্বয়ংক্রিয় ব্যবস্থা হাওড়ায়
যেকোনো চাকরির ক্ষেত্রেই ভালো ফল করা অত্যন্ত আবশ্যিক। তাহলেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া সার্থক হবে। কিন্তু এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে গেলে দরকার সাধারণ জ্ঞানের। সাধারণ, চেনা জিনিসগুলি নিয়ে অচেনা প্রশ্ন আসতে পারে জিকের প্রশ্নে। ঠিক যেমন হাওড়া ব্রিজের বাংলা কী? বেশিরভাগ বাঙালি হাওড়া ব্রিজের ইংরেজি নাম জানলেও বাংলা নাম (Howrah Bridge in Bangali) কিন্তু জানে না। ফলে প্রশ্ন করলে অপ্রস্তুত হতে হবে।
আরো পড়ুন: বাংলার ঝুলিতে দেওয়া হবে বন্দে ভারত স্লিপার, সাথে থাকবে নতুন স্টপেজও
হাওড়া ব্রিজ কথাটি ইংরেজি শব্দ এবং এই নামটাই লোকের মুখে বেশি প্রচলিত। বাংলা নামটি (Howrah Bridge in Bangali) আজকাল সকলের ভুলে যেতে চলেছে। এই প্রতিবেদনের মাধ্যমে আবারও তা মনে করিয়ে দেওয়া হবে সকলকে। প্রথমে শুনেই তাই হাওড়া ব্রিজের বাংলা বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন প্রচুর বাঙালি। হাওড়া ব্রিজের একেবারে প্রাচীন অবস্থায় নাম ছিল নিউ হাওড়া ব্রিজ। বর্তমানে অবশ্য এটি অন্য নামে পরিচিত।
ব্রিটিশ প্রশাসন ১৮৫৫-৫৬ সালে প্রথম এই সেতু গড়বার পরিকল্পনা করে। হাওড়া ব্রিজের পরিকল্পনা কিন্তু ইংরেজদের। যার লাভ এখন পাচ্ছে বঙ্গবাসী। এর আগে এই ব্রিজের স্থানে অন্য একটি ব্রিজ ছিল, যার নাম ছিল পন্টুন ব্রিজ বা যাকে বলে ভাসমান সেতু। ওই সেতুটির জায়গায় হাওড়া ব্রিজ তৈরি হয়। ১৯৩৬ সালে কাজ শুরু হয়ে ১৯৪২ সালে নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু ১৯৬৫ সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। বেশিরভাগ মানুষই কিন্তু এই সেতুটিকে রবীন্দ্র সেতুর চেয়ে হাওড়া ব্রিজ নামেই চেনে।