Newtown Underpass: নিউটাউনে শীঘ্রই হবে দোতলা আন্ডারপাস; মাটির তলায় চলবে গাড়ি, হাঁটবে মানুষ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Newtown Underpass: গত বছর প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে কলকাতার রাস্তা আগের থেকেও হয়েছে অনেক বেশি উন্নত। প্রথম আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছিল নিউটাউন বিশ্ব বাংলা গেটের নিচে, যানজট কমাতে অনেকটাই সাহায্য করেছিল এই আন্ডারপাস। গত বছর জুলাই মাসে আন্ডারপাসটি উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisements

জনগণের সুবিধার্থে আবারো নির্মাণ হতে চলেছে আন্ডারপাস (Newtown Underpass)। ফের বছর ঘুরতে না ঘুরতেই নিউটাউনে দ্বিতীয় দোতলা আন্ডারপাস নির্মাণ হতে চলেছে কলকাতায়। সাধারণ মানুষের যাতায়াত হতে চলেছে আগের থেকে আরো সহজ।

Advertisements

আরো পড়ুন: বাইপাস লাইন তৈরি করতে খরচ হবে ৫০০ কোটি টাকা, নতুন রূপে ফিরছে সীতারামপুর

এই আন্ডারপাস নির্মাণ হলে কোন কোন ক্ষেত্রে সুবিধা হবে আসুন জেনে নিই। মাল্টিটায়ার আন্ডারপাস (Newtown Underpass) একবার নির্মাণ হলে নিউটাউন, রাজারহাট, বিমানবন্দরগামী গাড়ি সহজেই যাতায়াত করতে পারবে এর মাধ্যমে। আন্ডারপাসের উপরের স্তরটি বরাদ্দ করা হবে সল্টলেক ও করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুলতীর্থ ও ইউনিটেকের থেকে আসা গাড়ি ও দু চাকার জন্য।

Advertisements

আরো পড়ুন: হাওড়া ব্রিজের বাংলা নাম কী জানে না ৯৯% বাঙালিও

কলকাতা শহরে জনসংখ্যা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে গাড়ির সংখ্যাও। শহর ক্রমশ হয়ে যাচ্ছে অনেক বেশি জনবহুল। আধুনিকতার মোড়কে ঢাকা পড়ে গেছে শহর কলকাতা। তাই কলকাতা শহরের যানজটকে সামাল দেওয়ার জন্য এই আন্ডারপাস একান্ত প্রয়োজনীয়। তাই আরও এক নয়া আন্ডারপাস (Newtown Underpass) নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, দ্বিতীয় যে আন্ডারপাসটি নিউটাউনে টাটা মেডিক্যাল সেন্টার ক্রশিংয়ের কাছে নির্মাণ হতে চলেছে। এই আন্ডারপাসের উপরের তলাটি যথারীতি গাড়ির জন্য বরাদ্দ থাকবে। নীচের তলা দিয়ে শুধুমাত্র যাতায়াত করবে পথচারীরা। এটি নির্মাণ করার অন্যতম কারণ হলো দুর্ঘটনা এড়ানো এবং নিরাপদ, সুরক্ষিত যানচলাচল করা। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাস্তার একাধিক ক্রশিংয়ে পথচারীদের যাতে পথ চলতে সুবিধা হয় তার জন্য নির্মাণ করা হয়েছে সাবওয়ে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে, ওয়েস্টিন হোটেলের কাছে, স্মার্ট কানেক্টে ও চিনার পার্কের কাছে সাবওয়ে নির্মাণ হবে। এগুলো একবার নির্মাণ করা হয়ে গেলে পথচারীদের আর ওপর দিয়ে যাতায়াত করতে হবে না। এর ফলে দুর্ঘটনা এড়ানো অনেক বেশি সহজ হবে আগের থেকে।

Advertisements