Underwater Metro in North Bengal: শুধুমাত্র শহর কলকাতাতেই মেট্রো থাকবে এমনটা নয়, মেট্রোর সুবিধা উপভোগ করবে উত্তরবঙ্গবাসীরাও। ভাবছেন মিথ্যে কথা? কথাটি একেবারে সত্যি । ইতিমধ্যে উত্তরবঙ্গের এই বিখ্যাত জেলায় মেট্রোর কাজ শুরু হয়ে গেছে রীতিমত জোরকদমে। মেট্রোর কাজ হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় ধরে। উত্তরবঙ্গবাসীর এখন পরিবহনের দিক থেকে অনেকটাই সুবিধা হতে চলেছে। আজকের প্রতিবেদনে জানতে পারবেন বিস্তারিতভাবে।
খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সকলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ এখন মুখিয়ে রয়েছে কলকাতার পর কবে তারা জলপাইগুড়িতে মেট্রো পরিষেবা (Underwater Metro in North Bengal) দেখতে পাবে তার জন্য। উত্তরবঙ্গে যে মেট্রো পরিষেবা হতে পারে এই কথা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তবে এই ঘটনার মধ্যে একটি টুইস্ট রয়েছে। নিশ্চয়ই এই টুইস্ট সম্পর্কে জানতে সকলেই ইচ্ছুক। জানতে হলে গোটা প্রতিবেদনটি পড়ে ফেলতে হবে।
আরো পড়ুন: নিউটাউনে শীঘ্রই হবে দোতলা আন্ডারপাস; মাটির তলায় চলবে গাড়ি, হাঁটবে মানুষ
সকলের বিস্তারিতভাবে জেনে রাখা দরকার যে উত্তরবঙ্গের সত্যিকারের কোনরকম মেট্রো (Underwater Metro in North Bengal) হবে না। আসলে উত্তরবঙ্গে একটি কালীপুজোর থিম হিসেবে কলকাতা মেট্রোকে তুলে ধরা হবে। যেমন কলকাতাতে গঙ্গার নীচ দিয়ে মেট্রো গেছে তেমনি ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে কালীপুজোর থিমে। চলতি বছর দুর্গাপুজোতে কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ জগত মুখার্জি পার্কে আন্ডারওয়াটার মেট্রো থিম করা হয়েছিল। সেটি দর্শকদের নজর কেড়েছিল। তবে আসল নকল গুলিয়ে গিয়েছিল মানুষের কাছে। সেই আদলে জলপাইগুড়ির একটি পুজো মণ্ডপও বিরাট রকমের চমক দিতে চলেছেন দর্শনার্থীদের।
আরো পড়ুন: বাইপাস লাইন তৈরি করতে খরচ হবে ৫০০ কোটি টাকা, নতুন রূপে ফিরছে সীতারামপুর
সূত্র মারফত জানা গেছে যে, জলপাইগুড়ির ময়নাগুড়িতে জাগরণী ক্লাব কর্তৃপক্ষের তরফে এই আশ্চর্যজনক উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ একেবারে সত্যিকারের মতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পুজো মণ্ডপটিকে। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই মনে হবে দক্ষিণবঙ্গের সেই গঙ্গার ভেতর দিয়ে মেট্রো (Underwater Metro in North Bengal) চলছে। মন্ডপে আছে প্ল্যাটফর্ম ও বসার জায়গা, চলমান সিড়ি, রুট চার্ট আরো অনেক কিছু।
দর্শনার্থীরা প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে জলে ভাসমান অবস্থায় প্রতিমা দেখতে পারবেন। মেট্রোতে আবার রাখা হয়েছে বাতানুকূল পরিবেশ। কামরায় আছে ২৮টি এসি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরেরর মিলপাড়ায় ক্লাবের পুজো মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন শুধুই দেখার অপেক্ষা।