Sealdah Esplanade Metro: পরবর্তি নতুন বছরের শুরু থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্লানেড রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে বলে আশা করা হয়েছিল।তবে এইটি যে ঘটছেনা সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। তবে ঠিক কবে থেকে পরিষেবা চালু হবে এমনটাও কিছু জানানো হয়নি মেট্রোর তরফে। তবে কর্মরত ইঞ্জিনিয়ারদের একটি সাক্ষাৎকার থেকে জানা যায় আগামী বছরের পুজোর মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার জুড়ে পরিষেবা দেওয়া শুরু হতে পারে বলে আশাবাদী তাঁরা।
কিছুদিন আগেই কলকাতা মেট্রো রেলওয়ে জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি যাত্রীদের উদ্দ্যেশ্যে জানান ঠিক কবে থেকে শিয়ালদা-এসপ্লানেড (Sealdah Esplanade Metro) শাখায় বাণিজ্যিক মেট্রো পরিষেবা দেওয়া শুরু হবে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছেনা। বৌবাজার সংলগ্ন এলাকায় ২০০ মিটার অংশে যে কাজ বর্তমানে চলছে তা মেট্রো চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিলও। তাই সেখানে চরম সাবধানতা অবলম্বন করে প্রতি ইঞ্চি ধরে কাজ করা চলছে। তাই এখনই কাজ শেষ কবে হবে তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব হচ্ছেনা।
আরো পড়ুন: নিউটাউনে শীঘ্রই হবে দোতলা আন্ডারপাস; মাটির তলায় চলবে গাড়ি, হাঁটবে মানুষ
যদিও কিছু মাস আগেও এই একই অবস্থার কথা জানা যায়। চলতি বছরের মার্চ মাসে যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশের উদ্বোধন করেন তখনও মেট্রোর তরফে বৌবাজারে যে কাজ চলছে তা এবছর পুজোর আগেই শেষ করে ফেলার কথা জানানো হয়। কিন্তু কাজের সময় গোলযোগ দেখা দেওয়ায় পরিকল্পনা মাফিক কাজ এগোনো যায়নি।
আরো পড়ুন: বাইপাস লাইন তৈরি করতে খরচ হবে ৫০০ কোটি টাকা, নতুন রূপে ফিরছে সীতারামপুর
মেট্রো বিশেষজ্ঞদের মতে বারবার সমস্যার কারণে বৌবাজার সংলগ্ন এলাকায় যে মেট্রো বিভ্রাট দেখা দিচ্ছে যার ফলে আরও বেশি সতর্কতার সাথে কাজ শেষ করার দিকে নজর রাখতে হবে। কাজ শেষ হওয়ার পর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি ওই স্থান পরিদর্শনে যাবেন। তিনি অনুমোদন দিলে তবেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্লানেড (Sealdah Esplanade Metro) অংশে মেট্রো পরিষেবা চালু করা হবে।
এই অবশিষ্ট অংশে (Sealdah Esplanade Metro) পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশ জোড়া সম্ভব হবে। বর্তমানে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মাত্র ৪.৮ কিলোমিটার পথে পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রায় ৯.৪ কিমি মেট্রো পরিষেবা চালু রয়েছে। শুধুমাত্র শিয়ালদা আর এসপ্লানেডের মধ্যে ২.৫ কিলোমিটার রাস্তা জোড়া সম্ভব হচ্ছিলনা। তবে যদি আগামী বছর পুজোর আগে এই পরিষেবা চালু হয় তবে কলকাতা মেট্রো এক নতুন দিশা দেখাবে।