Gold Reserve RBI: রিজার্ভ ব্যাঙ্ক যেনো সোনার খনি জেনে নিন দেশের তহবিলে কত সোনা জমা রয়েছে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Gold Reserve RBI: সোনা এমন একটি ধাতু যার চাহিদা বিশ্বের বাজারে ক্রমশ বেড়েই চলেছে। গয়না হিসেবে ব্যবহৃত এই ধাতুর দামও দিনে দিনে বেড়ে আকাশ ছুঁয়েছে। একই ভাবে এই সোনা-ই মানুষের বিপদ আপদে মূলধন হয়ে আর্থিক সাহায্য করে থাকে। এভাবে শুধু মানুষ নয় বরং প্রতিটি দেশের ভাণ্ডারে জমা থাকে সোনা যা ওই দেশ নিজের অর্থনৈতিক সংকটের সময় আর্থিক সাহায্য দেয়।

Advertisements

আমাদের দেশ ভারতের নামেও রয়েছে গচ্ছিত সোনা। যা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গোল্ড রিজার্ভে (Gold Reserve RBI) জমা থাকে। এক সময় ভারতে অর্থনৈতিক সংকট দেখা দিলে বৈদেশিক ব্যাংকে সোনা বন্ধক রাখতে হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী সেখানে বেশি রয়েছে বৈদেশিক সোনার চেয়ে আমাদের দেশী সোনা।

Advertisements

আরো পড়ুন: ব্রিটেন থেকে ফেরত এলো ভারতের সোনা, পরিমাণ শুনলে চমকে যাবেন আপনি

তবে এদিকে তরতর করে বেড়ে চলেছে দেশের সোনার তহবিল। গত পাঁচ বছরেই এই জমা রাখা সোনার পরিমাণ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই অর্থনৈতিক হাল ফিরেছে ভারতের। আর এই জন্য বন্ধক দেওয়া সোনার প্রায় ১০০ টন সোনা ভারতে ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গোল্ড রিজার্ভ (Gold Reserve RBI)। আর এরপর হিসেব কষে দেখা গেছে দেশের তহবিলে সোনা ২০১৯ সালে সোনার পরিমাণ ছিল ৬১৮ মেট্রিক টন যা গত পাঁচ বছরের হিসেবে বেড়ে হয়েছে ৮৫৪ মেট্রিক টন।

Advertisements

আরো পড়ুন: জিওর দৌলতে ঘরে বসেই সোনা কিনুন মাত্র ১০ টাকায়, সুযোগ হাতছাড়া করবেন না

একসময় আর্থিক সমস্যার কারণে বিদেশের একটি ব্যাংকে সোনা বন্ধক রাখতে হয় ভারতকে। সেখানে আজ দেশী সোনার পরিমাণ (Gold Reserve RBI) বিদেশী সোনার চেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক প্রকাশিত একটি তথ্য অনুযায়ী বিদেশে এখনও ৫১০ মেট্রিক টন সোনা রয়েছে। যা দেশীয় মোট সোনার প্রায় ৬০ শতাংশ। যা ধীরে ধীরে ভারতে ফিরিয়ে আনের পরিকল্পনা রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার।

আরও জানা যাচ্ছে চলতি বছরের মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত বন্ধক রাখা সোনা থেকে প্রায় ১০২ মেট্রিক টন সোনা (Gold Reserve RBI) ফিরিয়ে আনা হয়েছে দেশের মাটিতে। ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এর কাছে মোট ৩২৪ মেট্রিক টন ভারতীয় সোনা বন্ধক রাখা রয়েছে। যেখানে গোল্ড ডিপোজিট হিসেবেই রাখা হয়েছে ২০ মেট্রিক টন সোনা। ডলারের হিসেবেও দেশের সোনার ফরেন এক্সচেঞ্জের ভাণ্ডার ৮.১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.৩২ শতাংশ।

Advertisements