Students Protest for Tab: ‘ট্যাব চাই ট্যাব’ এই স্লোগানে জাতীয় সড়ক অবরোধ করল একদল পড়ুয়া

Prosun Kanti Das

Published on:

Advertisements

Students Protest for Tab: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষার্থীদের বছর বছর বিনামূল্যে ট্যাবলেট প্রদান করা হয়। করোনভাইরাস মহামারীর কারণে শিক্ষা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগগুলির মধ্যে একটি। শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার ক্ষেত্রে সাহায্য করার জন্য, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্রায় ৯.৫ লক্ষ ছাত্রদের বিনামূল্যে ট্যাবলেট প্রদান করছে। এই প্রকল্পে কমবেশি সকল পড়ুয়ারাই উপকৃত হয়েছে। কিন্তু এই ট্যাবের টাকা নিয়ে ছাত্র পড়ুয়াদের প্রতিবাদ (Students Protest for Tab) করতে শুনেছেন কি? না ট্যাবের টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিবাদ নয় বরং না পাওয়ার প্রতিবাদ।

Advertisements

আসলে এই স্কিমে, যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ছে। এই প্রকল্পে প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরাও বিনামূল্যে ট্যাবলেট পাবেন। ২০২৪ এর ট্যাবলেট বিতরণ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বহু স্কুলেই পড়ুয়ারা তাদের প্রাপ্য ১০ হাজার টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছে সরাসরি। এমনকি এই টাকা নিয়ে প্রতারণার কথাও শোনা যায়। ওদিকে মুর্শিদাবাদের বিদ্যালয়ে ট্যাবের টাকা না দেওয়ায় রাস্তা আটকে অবরোধ (Students Protest for Tab) করতে শুরু করল পড়ুয়ারা।

Advertisements

আরো পড়ুন: উচ্চমাধ্যমিক নিয়ে নতুন বিজ্ঞপ্তি শিক্ষা সংসদের, নগদ ২০ হাজার টাকা পাবেন এই সকল সরকারি কর্মীরা

মুর্শিদাবাদের কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন আশেপাশে প্রতিটি স্কুলে টাকা ঢুকে গেছে। একমাত্র কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন এর প্রধান শিক্ষকই রোজই তারিখের উপর তারিখ দিয়ে যাচ্ছেন। কিন্তু ট্যাব দিচ্ছেন না। যার ফলে পড়ুয়ারা প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং রাস্তায় নেমে অবরোধ করতে শুরু করে। বর্তমানে তাদের একটা স্লোগান “ট্যাব চাই টথাব চাই”। ট্যাব না পেলে তারা রাস্তা ছাড়বে না। জলঙ্গি শেখ পাড়া রাজ্য সড়ক জুড়ে এই আন্দোলন তাদের চলছে। যদিও তাদের এইরূপ পদক্ষেপ শুনে প্রধান শিক্ষক ছুটে আসে বিক্ষোভস্থানে।

Advertisements

আরো পড়ুন: নভেম্বরে পাওয়া যাবে অতিরিক্ত রেশন, কোন কার্ডে বিনামূল্যে কতটা রেশন পাওয়া যাবে

প্রধান শিক্ষক এসে পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের বুঝিয়ে এই রাস্তা অবরোধ থেকে বিরত থাকতে উপদেশ দেন। কিন্তু কোনোভাবে আর প্রধান শিক্ষকের কথায় আস্থা রাখতে পারেনি। প্রথমে তারা সাগরপাড়ায় এই অবরোধ শুরু করেছিল এবং পথ অবরোধের সময় চলছিল স্লোগানের গুলি। তারা বাঁশ জোগাড় করে নিয়ে আসে এবং এই বাঁশ দিয়ে রাস্তা পুরো আটকে দেয়। এর ফলে কোনো বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। তাদের এই প্রতিবাদে (Students Protest for Tab) নিকটস্থ পুলিশ স্টেশন থেকে পুলিশ প্রশাসনের ছুটে আসে। তারা পুলিশের কাছে সব কথা স্বীকার করে বলে যে তারা ট্যাব না পেলে এই অবরোধ বন্ধ করবে না।

ওদিকে বর্ধমানে ঘটে যায় অন্য এক ঘটনা। বর্ধমানে আবার ২৮ জনের ব্যাংকে কোনো রকম টাকায় ঢোকেনি এই প্রকল্পের। পুলিশের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের কথা হয়। তিনি জানান যে ২০২৪ এ ৪১২ জন পড়ুয়া ট্যাবের জন্য আবেদন করেছিল। ৪১২ জনের মধ্যে ২৮ জনের ব্যাংকে এই টাকা ঢোকেনি। গত ২১শে এবং ২২শে অক্টোবর ১৭ জন পড়ুয়া স্কুলে সরাসরি ফোন করে জানায় যে তাদের একাউন্টে ১০,০০০ টাকা ঢোকেনি। এই অভিযোগ শোনার সাথে সাথেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কড়াভাবে নজরদারি শুরু করে এবং গোটা বিষয়টি ডিআই-কে জানানো হয়।

Advertisements