Railways App: ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে বিভিন্নরকম প্রকল্প চালু করে থাকে। বর্তমানে তারা নিজেদেরকে আধুনিক প্রযুক্তি সহযোগে নতুনরূপে সাজিয়ে তুলেছে। ভারতীয় রেল শুধুমাত্র এদেশে নয় বিশ্বের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে নিতে চলেছে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যাত্রীদের জন্য হতে চলেছে একটা ওয়ান-স্টপ অফারিং-য়ের মতো বিষয়। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
রেলের পক্ষ থেকে চালু করা হচ্ছে একটি অ্যাপ, যা হলো সুপার অ্যাপ (Railways App)। এক অ্যাপেই করা যাবে সব মুশকিলের সমাধান। আগামী ডিসেম্বরের মধ্যেই হয়তো এই সুপার অ্যাপটি লঞ্চ করা হবে এমনটাই আশা করছে সকলে। অ্যাপটি তৈরি করতে সহায়তা করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফেরমেশন সিস্টেম (সিআরআইএস)। এটি ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র সঙ্গে একযোগে তৈরি হচ্ছে।
রেলের এই একটি অ্যাপের (Railways App) মাধ্যমেই হাজারটা কাজ করা যাবে নিমেষের মধ্যে। বিভিন্ন ধরনের কাজের জন্য আর সমস্যার সম্মুখীন হতে হবে না যাত্রীদের। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই অ্যাপের মাধ্যমে আসলে কি কি কাজ করা যাবে? একাধিক কাজ করা যাবে রেলের এই অ্যাপের মাধ্যমে যা সত্যিই অকল্পনীয়।
আরো পড়ুন: আপনার সিটে কি বসে আছে অন্য যাত্রী, চিন্তা নেই করতে হবে এই কাজ
চলুন তাহলে দেখে নিই কি কি করা যাবে এই সুপার অ্যাপের (Railways App) দ্বারা? ট্রেনের টিকিট কাটা যাবে, প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে, রিজার্ভেশন করা যাবে, এমনকি রিজার্ভেশন আপডেট করা যাবে, ক্যানসেল করা যাবে, আইআরসিটিসি-র ই-কেটারিং ফুড থেকে খাবার বুক করা যাবে, সিটে বসেই খাবার ডেলিভারি নেওয়া, রেলের কোনও পরিষেবা নিয়ে অভিযোগ জানানো, এমনকি অংসরক্ষিত টিকিটও কাটা যাবে।
আইআরসিটিসি অ্যাপের দ্বারা এতদিন পর্যন্ত ভারতীয় রেলসংক্রান্ত যাবতীয় তথ্য যাত্রীরা পেয়েছে। পাশাপাশি প্রাইভেট সেক্টর ট্রাভেল বুকিং সিস্টেমও এর উপর নির্ভর করে। যদি একবার এর বাৎসরিক টার্ন-ওভার দেখেন তাহলে চোখ কপালে তোলার অবস্থা হবে। নতুন অ্যাপ এর নাম সুপার অ্যাপ হবে এমনটাই পরিকল্পনা করা হয়েছে। আইআরসিটিসি অ্যাপ যে-যে সংক্রান্ত পরিষেবা দিত, নতুন এই অ্যাপ তার থেকেও বেশি দেবে। যাত্রীরা এখন অপেক্ষা করে আছে সেই নতুন অ্যাপ এর জন্য।