Vande Bharat Train: বন্দে ভারত ট্রেনের পরিচর্যায় দায়িত্বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে মেশিন লার্নিং

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Train: ট্রেনের কোথায় ময়লা জমেছে, কোথায় মেরামত করার প্রয়োজন বা মেরামতের সময় এই সব কিছুই এখন ঠিক করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (AI) মেশিন। ভারতের মাটিতে চলা বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম হলো এই বন্দে ভারত ট্রেন। আর এবার এই ট্রেনের পরিচর্যার ভার দেওয়া হতে চলেছে AI এর উপর। ইতিমধ্যেই শুরু হয়েছে মেশিন লার্নিং প্রক্রিয়া। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে মেরামতির কাজ সব কিছুতেই এবার সাহায্য করবে এআই।

Advertisements

বন্দে ভারতের (Vande Bharat Train) মতো সেমি-হাইস্পিড ট্রেনের সম্পূর্ণ পরিচর্যার দায়িত্ব দেওয়া হচ্ছে আইটিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML) পরিষেবার উপর যার জন্য বিভিন্ন জোনে আলাদা আলদা পরিচর্যা কেন্দ্র তৈরি করা হচ্ছে। আধুনিক সফটওয়ার ব্যবহার করে তৈরি হচ্ছে এইসব পরিচর্যা কেন্দ্রগুলো। এই অত্যাধুনিক সফটওয়ারটির নাম দেওয়া হয়েছে রিমোট মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট অফ লোকোমোটিভস এন্ড ট্রেনস (RMMLT)।

Advertisements

আরো পড়ুন: একসময় রমরমিয়ে চলত হাওড়া শিয়ালদা লোকাল ট্রেন, চলুন জেনে নিই এই ইতিহাসের কথা

ইতিমধ্যেই হাওড়া স্টেশন সংলগ্ন ঝিল সাইডিং কোচিং ডিপোতে এই উন্নত প্রযুক্তির সফটওয়ার সম্পন্ন যন্ত্র বসানো হয়েছে। বন্দে ভারতের (Vande Bharat Train) মতো সেমি-হাইস্পিড ট্রেনগুলো ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে। তবে দেশের বর্তমান রেল লাইন পরিকাঠামোর জন্য ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে এই ট্রেনগুলো। তবে এই গতিও তো নেহাত কম নয় আর সেই জন্যই রেলের পরিচর্যার ক্ষেত্রেও কোনো ঝুঁকি নিতে নারাজ ভারতীয় রেলের অধিকর্তারা। আর সেই জন্যই এবার ভরসা করা হচ্ছে যন্ত্রের উপরেই।

Advertisements

আরো পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যা হচ্ছে দেশের আর কোথাও হচ্ছে না এই কাজ

ইস্টার্ন রেলওয়ের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানান বন্দে ভারত (Vande Bharat Train) ট্রেনের রেকের বিভিন্ন জায়গায় একরকম এডভ্যান্স এলগরিদম সিস্টেমে ফেলা হবে। এতে প্রতিটি যন্ত্রাংশ যদি ভালোভাবে কাজ না করে তবে AI সাপোর্ট যুক্ত ওই যন্ত্র সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে গোলযোগের জায়গাটি চিনিয়ে দেবে। ফলে খুব সহজেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেতে পারে। ইতিমধ্যে হওয়া পরীক্ষায় দেখা গেছে ট্রেনের মোট ২২টি গোলযোগ নিখুঁত ভাবে ধরে ফেলতে পারছে যন্ত্রটি।

এছাড়াও যন্ত্রের মাধ্যমে অতিরিক্ত দ্রুততার মধ্যেও যেভাবে ট্রেনের অত্যন্ত জটিল সমস্যাগুলি সমাধান করতে পারছে যাতে বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই ধরনের সফটওয়ার বা যন্ত্র ব্যবহার করেই রেল পরিষেবা আরও উন্নতির পথে এগোবে।

Advertisements