Howrah Sealdah Local Train: পৃথিবীর সব থেকে বেশি বিস্তৃত রেল পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। মাকড়শার জলের মতো গোটা ভারতবর্ষকে জুড়ে রেখেছে এই রেল পরিষেবা। বহু শতাব্দী প্রাচীন এই পরিষেবার পিছনে লুকিয়ে আছে অনেক নাম না জানা ট্রেন রুট যা কালের নিয়মে হারিয়ে গেছে সভ্যতার বিকাশে। এরকমই একটি ঐতিহাসিক ট্রেন রুট নিয়ে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।
এই হিসেবে সব থেকে প্রথমেই আসে শিয়ালদা-হাওড়া লোকালের কথা। অবিশ্বাস্য হলেও সত্যি। একসময় এই দুই অতি ব্যস্ত রেলস্টেশনের মধ্যে চলত লোকাল ট্রেন (Howrah Sealdah Local Train)। হাজার হাজার লোকের আনাগোনা হতো এই রুটে। তবে এখন আর এই দুই স্টেশনের মধ্যে রেল মারফত যোগাযোগ নেই। একটি থেকে অন্যটিতে যাতায়াত করার সময় ভরসা রাখতে হয় বাস বা অন্য কোনো গাড়ির উপর। তবে অনেকেই হয়তো এই ট্রেন পরিষেবার কথা বিশ্বাস করতে পারবেন না।
আরো পড়ুন: চাপ কমাতে হবে এনজেপি’র ওপর, নতুন রেলপথ জুড়বে বাগডোগরা বিমানবন্দরকে
এখন এই দুই স্টেশনের মধ্যে যাতায়াত বেশ ঝক্কি সাপেক্ষ হয়ে দাঁড়ালেও একসময় এই যাতায়াত ছিল সহজ কাজ। তবে পরে সভ্যতার নিয়মে বন্ধ করে দিতে হয়েছে এই লোকাল ট্রেন পরিষেবা। জানা যায় একসময় গ্রাম থেকে শহরের হাজার হাজার মানুষ শিয়ালদহ-হাওড়া (Howrah Sealdah Local Train) শাখার লোকাল ট্রেনে যাতায়াত করতেন।
আরো পড়ুন: হাওড়া এবং শিয়ালদায় বাতিল করা হলো বহু ট্রেন, একনজরে দেখে নিন তালিকা
এছাড়াও আরো অনেক রেল পরিষেবা সভ্যতার বিকাশের সাথে সাথে এখন ঠাঁয় পেয়েছে ইতিহাসের পাতায়। তবে বাড়ির বয়স্ক লোকেদের স্মৃতিতে হয়তো এখনো উজ্জ্বল সেই সমস্ত স্মৃতি। পুরানো কলকাতার উপর দিয়ে ছুটে চলা একাধিক লোকাল ট্রেনের সাক্ষী ঠেকেছে মহানগরী কলকাতা।
এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই দুই স্টেশনের রুট কেমন ছিল বা কোন কোন স্টেশনের উপর দিয়ে চলত এই বিশেষ ট্রেন? তাহলে জানুন শিয়ালদা-হাওড়া (Howrah Sealdah Local Train) রুটে এই ট্রেন যাতায়াতের সময় ১২টি স্টেশনে হল্ট দিত। ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে বিধাননগর, দমদম, বরানগর, দক্ষিণেশ্বর, বালিঘাট, বালি হল্ট, রাজচন্দ্রপুর, বেলানগর, বালি, বেলুড়, লিলুয়া হয়ে থামত হাওড়া স্টেশনে।