Bengali Meanings of Table: আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম চেয়ার-টেবিল। বর্তমানে বেশিরভাগ মানুষেরই পা এবং কোমরে নানান সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে তারা হাঁটু মুড়ে বা কোমর ভাঁজ করে নিচে বসতে পারেন না। ব্যবহার করতে হচ্ছে চেয়ার-টেবিল। প্রায় কম-বেশি প্রতি বাড়িতে চেয়ার-টেবিল লক্ষ্য করা যায়। কিন্তু অনেকেই জানেন যে এই টেবিলই হল বাংলা শব্দ। কিন্তু না, টেবিলের বাংলা প্রতিশব্দ (Bengali Meanings of Table) রয়েছে। যা অনেকের কাছেই অজানা। অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিদের জিজ্ঞাসা করলেও এর উত্তর পাওয়া যায় না। তাই আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে টেবিলের বাংলা অর্থ। জানা না থাকলে অবশ্যই জেনে নিন।
প্রসঙ্গত চলতি কথায় আমরা এমন কিছু কিছু শব্দ ব্যবহার করি যা বাংলা শব্দ নয়। যে শব্দগুলির আগমন ভিনদেশ থেকে। তেমনই কিছু শব্দ হলো চেয়ার-টেবিল। এই ধরনের শব্দগুলি আমরা বাংলা ভাষার সাথে ব্যবহার করি। কিন্তু আদতে এই শব্দগুলি বাংলা নয়। তেমনই আজকের এই প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে টেবিল শব্দের বাংলা অর্থ (Bengali Meanings of Table)। অর্থাৎ টেবিলকে বাংলায় কি বলা হয়।
আরো পড়ুন: দিনে তিনবার রং বদলায় এই ফুল বাগান ভরে উঠবে এর রঙের সৌন্দর্যে
টেবিল শব্দটি আমরা বাংলা ভাষা বা বাংলা শব্দের সাথে ব্যবহার করলেও এই শব্দটি বাংলা নয়। এটি একটি ইংরেজি শব্দ। তাহলে টেবিলের বাংলা প্রতিশব্দ কি? টেবিলকে বাংলায় মেজ বলা হয় (Bengali Meanings of Table)। তবে এই শব্দটিও খাঁটি বিশুদ্ধ শব্দ নয়। এই শব্দটি একটি ভিনদেশী শব্দ। তবে শুধু মেজ নয়, অপরদিকে এই টেবিল শব্দটির প্রতিশব্দ হিসেবে চৌপায়াও বলা হয়।
আরো পড়ুন: এই সবুজ সবজি খেলে কমবে কোলেস্টেরল এবং ওজন; জানুন যাবতীয় খুঁটিনাটি
প্রতিটি ভাষা বা শব্দের নিজ নিজ অর্থ রয়েছে। তেমনি টেবিল শব্দটি বাংলা শব্দ বা ভাষায় ব্যবহার করা হলেও এর আলাদা প্রতিশব্দ রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে সাথে সাথে এই টেবিলের প্রতি শব্দ উধাও হয়ে গিয়েছে। মূলত টেবিলের প্রতিশব্দ মেজ বা চৌপায়া শব্দটি ব্যবহার না করার ফলে ধীরে ধীরে মুছে গিয়েছে। তাই টেবিলের বাংলা অর্থ আর কাউকেই বলতে শোনা যায় না। টেবিল শব্দটিই ব্যবহার করতে শোনা যায়।
তাহলে জানা হয়ে গেল তো টেবিলকে বাংলায় কি বলে বা টেবিলের বাংলা অর্থ (Bengali Meanings of Table) কি। আপনি আপনার কাছের মানুষদেরও এই শব্দ জানিয়ে দিতে পারেন। যা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ইন্টারভিউয়ে কাজে লাগতে পারে। কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্টারভিউয়ে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। যার উত্তর অনেকেই দিতে পারেন না। তাই এই উত্তরটি জানা থাকলে ইন্টারভিউয়ে আর ভ্যাবাচ্যাকা খেতে হবে না। সহজেই উত্তর দিতে পারবেন।