Digha Giant Swing: দিঘায় এবার নতুন অ্যাডভেঞ্চার! দোল খেতে খেতে সমুদ্র দৃশ্য উপভোগ করবে পর্যটকরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Digha Giant Swing: যত দিন যাচ্ছে ততই উন্নতির দিক থেকে অগ্রগতি ঘটছে বাংলার। বিশেষ করে পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের আকর্ষণ করতে গড়ে উঠছে নানান আকর্ষণীয় জিনিস। তেমনি রাজ্যের এক অন্যতম পর্যটনকেন্দ্র হলো দিঘা। যে পর্যটনকেন্দ্রের প্রতি দিন দিন আকর্ষণ বেড়েই চলেছে পর্যটকদের। আর তাই পর্যটকদের দিঘার প্রতি আরও আকর্ষণ বাড়াতে এক চমক দেখালো দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। নিউ দিঘায় চালু করলো ‘জায়েন্ট সুইং’ (Digha Giant Swing)। চলুন জেনে নেওয়া যাক দিঘার নতুন চমক এই ‘জায়েন্ট সুইং’ সম্পর্কে।

Advertisements

বাঙালিদের কাছে পিঠে ঘোরার এক অন্যতম জায়গা হল দিঘা। যেখানে খুব কম সময়ে কম খরচেই বন্ধু বা পরিবার-পরিজন নিয়ে পৌঁছে যায় পর্যটকরা। পুজোর মরশুমেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এই পর্যটনকেন্দ্রে। শুধু তাই না, দানার দাপট কমতেই সমুদ্র দৃশ্য উপভোগ করতে সৈকতে ভিড় দেখা যায় পর্যটকদের। এবার সেই সমুদ্র সৈকত দিঘাতেই পর্যটকদের জন্য চালু হলো এক নতুন অ্যাডভেঞ্চার (Digha Giant Swing)। যার মাধ্যমে দোল খেতে খেতে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

Advertisements

আরো পড়ুন: চাপ কমাতে হবে এনজেপি’র ওপর, নতুন রেলপথ জুড়বে বাগডোগরা বিমানবন্দরকে

দিঘার এই নতুন অ্যাডভেঞ্চার হল ‘জায়েন্ট সুইং’। যার মাধ্যমে দোলনায় চেপে দোল খেতে খেতে উপর থেকে সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন পর্যটকরা। বলা যায় দোলনায় চেপে সমুদ্রের উপর দোল খাবেন পর্যটকরা। যা বাংলায় কোথাও হয়নি। বাংলার দিঘাতেই এই প্রথমবার চালু হতে চলেছে ‘জায়েন্ট সুইং’। ইন্দোনেশিয়ার বালি, উত্তরাখণ্ডের ঋষিকেশের পাহাড়ি এলাকায় এই ধরনের দোলনা দেখা যায়। আর সেই দোলনায় এবার আকর্ষণ করবে দিঘা পর্যটকদের।

Advertisements

আরো পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যা হচ্ছে দেশের আর কোথাও হচ্ছে না এই কাজ

কোথায় গড়ে উঠছে এই দোলনা? সূত্রের খবর নিউ দিঘার ঢেউ সাগর চত্বরের মধ্যেই সু সজ্জিতভাবে গড়ে উঠছে এই ‘জায়েন্ট সুইং’ (Digha Giant Swing)। অন্যান্য ‘জায়েন্ট সুইং’এর মতো সমুদ্রে গড়ে ওঠা এই ‘জায়েন্ট সুইং’ বেশ উঁচু স্ট্যান্ডের মধ্যেই লাগানো থাকবে। তবে চিন্তার কিছু নেই, এই ‘জায়েন্ট সুইং’য়ে পর্যটকদের সুরক্ষার সমস্ত বন্দোবস্ত থাকবে। পাশাপাশি এই রাইডিংয়ের খরচ খরচা রয়েছে সাধ্যের মধ্যেই। মাথাপিছু ১০০ টাকা নেওয়া হবে এই রাইডিং চড়ার জন্য। যা দিঘা পর্যটকদের কাছে বেশ চমকপ্রদ হয়ে উঠতে চলেছে।

প্রসঙ্গত, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করতে দিঘা সহ তার চারপাশে একাধিক ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যেই আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে ওল্ড দিঘা। পাশাপাশি চলছে সমুদ্রের তীর বাঁধার কাজ। সমুদ্রের ধারে বসে পর্যটকরা যাতে সময় কাটাতে পারে তার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিউ দিঘাতেও স্পিডবোটে সমুদ্রবিহার, প্যারাসেলিং সহ আরো অন্যান্য বিনোদন ব্যবস্থাও চালু করা হয়েছে। এবার সেই সব বিনোদনের পাশাপাশি পর্যটকদের এই পর্যটনকেন্দ্রের প্রতি আরো আকর্ষণ বৃদ্ধি করতে গড়ে উঠছে সমুদ্র দোলনা (Digha Giant Swing)। যা বেসরকারি উদ্যোগেই নিউ দিঘাতে তৈরি হচ্ছে। আগামী দিনে আরো নানান বিনোদন ব্যবস্থা চালু হতে চলেছে এই দিঘায়।

Advertisements