Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডার পাবেন না এই মহিলারা, কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ সরকার জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হলো লোকের ভান্ডার প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে পাচ্ছে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে। মহিলাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ। কিন্তু আজকের প্রতিবেদনে জানতে পারবেন কোন কোন মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না।

Advertisements

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি রাজ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। রাজ্য সরকার এই প্রকল্পের অর্থ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মন জয় করে ফেলেছে। প্রকল্পটি চালু হওয়ার পর মহিলাদের ৫০০ টাকা করে মাসে এবং পিছিয়ে পড়া মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছিল। বর্তমানে যেসব মহিলারা এই প্রকল্পের অধীনে আছেন তাদের মধ্যে সাধারণ শ্রেণির মহিলাদের জন্য ১০০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং পিছিয়ে পড়া মহিলাদের জন্য ১২০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।

Advertisements

কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পটি পেতে গেলে কিছু বিশেষ শর্ত অবশ্যই পালন করতে হবে। যদি এই শর্তগুলো পালিত না হয় তাহলে কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডারের অর্থ মিলবে না রাজের মহিলাদের। লক্ষীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্যই প্রযোজ্য। এ ছাড়াও আবেনকারীর অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে নইলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা।

Advertisements

আরো পড়ুন: নভেম্বরে শেষেই শুরু হতে চলেছে দুয়ারের সরকার ক্যাম্প, মিলবে একঝাঁক সুবিধা

বছরের বিভিন্ন সময় যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানে লক্ষ্যের ভান্ডার প্রকল্পে আবেদন করার ব্যবস্থা করা থাকে। যারা এই প্রকল্পে আবেদন করতে চান তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনি লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে পেয়ে যাবেন।

আবেদনকারীকে অবশ্যই যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে এবং সেখান থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। যদি ফর্ম সংক্রান্ত কোনোরকম সমস্যা দেখা দেয় সেটাও দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ঠিক করতে হবে। যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের কি কি নথিপত্র লাগবে আসুন দেখে নিই। এই প্রকল্পের টাকা যদি পেতে চান তাহলে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ড, তপশিলি জাতি বা উপজাতিদের জন্য সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে।

Advertisements