Chandannagar Jagadhatri Puja: ২ বা ৩টে নয়, দেখা যাবে প্রচুর জগদ্ধাত্রী! রইল চন্দননগরের রুট গাইড ম্যাপ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Chandannagar Jagadhatri Puja: বছরের প্রতিটি মাসেই কোনো না কোনো উৎসব লেগেই থাকে বাঙালিদের। বিশেষ করে আশ্বিন-কার্তিক মাসে উৎসবের মরশুম চলে বাঙালিদের। চলে একের পর এক বড় বড় উৎসব। আশ্বিনের প্রথমেই মর্তে আগমন ঘটেছিল দেবী দুর্গার। মায়ের বিদায়ের পর এসেছিলেন দেবী লক্ষ্মী। তার কিছুদিন পরেই দেবী উমা মর্তে এসেছিলেন দেবী কালী রূপে। ইতিমধ্যেই শেষ হয়েছে কালীপুজোর উৎসব। আর সেই কালীপুজো কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে বাঙালির আরো এক আবেগের উৎসব জগদ্ধাত্রী পূজা (Chandannagar Jagadhatri Puja)।

Advertisements

প্রসঙ্গত, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজায় প্রতিমা দর্শনের জন্য বেশিরভাগ মানুষই ভিড় করেন কলকাতায়। তেমনি জগদ্ধাত্রী পূজা (Chandannagar Jagadhatri Puja) মানেই যে জায়গার কথা মনে আসে তা হল চন্দননগর। এই চন্দননগরে দুর্গাপূজার মতো থিমের মন্ডপ সজ্জা হয়। দুর্গাপূজার মতো এই জগদ্ধাত্রী পূজাতেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো নিয়ে মেতে ওঠে চন্দননগরবাসী। তবে শুধু চন্দননগরবাসী নয়, আশেপাশের জেলা থেকেও ব্যক্তিরা প্রতিমা দর্শনে ভিড় করেন চন্দননগরে।

Advertisements

তবে চন্দননগরের বাইরের দর্শনার্থীদের সব প্রতিমা দেখা সম্ভব হয়ে ওঠে না। তার প্রধান কারণ হলো সঠিক রাস্তা না জানা। চন্দননগরের সঠিক রুট ম্যাপ না জানার কারণে অনেকেই খুব বেশি প্রতিমা দর্শন করতে পারেন না। তাই তাদের জন্যই আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে একটি রুট গাইড ম্যাপ। এই রাস্তার ম্যাপ অনুসরণ করে চন্দননগরের প্রতিমা (Chandannagar Jagadhatri Puja) দর্শন করতে গেলে বহু দারুন দারুন মন্ডপ সহ দেবী প্রতিমা দর্শন করতে পারা যাবে। তাই চলুন রুট ম্যাপ জেনে নেওয়া যাক।

Advertisements

আরো পড়ুন: পর্যটকদের জন্য নতুন আকর্ষণ ঝাড়গ্রামে, থাকছে বাড়তি আনন্দ

চন্দননগরে দেবী জগদ্ধাত্রী দর্শন করতে গেলে মানকুন্ডু স্টেশন থেকে শুরু করতে পারেন। মানকুন্ডু স্টেশন থেকে সোজা পথ ধরে জ্যোতির মোড় পাড়া পর্যন্ত গেলে মানকুন্ডু স্পোটিং ক্লাব, সার্কাস মাঠ, পোস্ট অফিস গলি, নতুনপাড়া প্রভৃতি বেশ কয়েকটি সেরা পুজো দেখা যাবে। এরপর জ্যোতির মোড় থেকে জি.টি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে এগোলে দেখতে পাবেন বারাসাত দক্ষিণ চন্দননগর, বারাসাত ব্যানার্জি পাড়া, তেঁতুলতলা, অরবিন্দ সংঘ প্রভৃতি ক্লাবের পুজো। আর ঠিক এর পরেই পড়বে চন্দননগর। যেখানে প্রচুর সুন্দর সুন্দর থিম পূজো হয়। যেমন মণ্ডপ তৈরি হয় তেমনি হয় সুন্দর প্রতিমা। যা দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী।

অন্যদিকে কেউ যদি হুগলি খাদিনা মোড় দিয়ে চন্দননগরে পৌঁছতে চান তাহলে জি.টি রোড ধরে তালডাঙ্গা পেরিয়ে চন্দননগরে পৌঁছাতে হবে। আর এই রুটেও দেখতে পাওয়া যাবে বেশ কয়েকটি সেরা ক্লাবের পুজো। যেমন চাউল পট্টি, পঞ্চানন তলা, চাঁপাতলা প্রভৃতির সেরা পুজোগুলি। এছাড়াও চন্দননগরের আরো বেশ কয়েকটি সেরা পুজো (Chandannagar Jagadhatri Puja) হল লিচুতলা, কাপালিপাড়া, সাহেব বাগান, চোরাবাগান বালক সংঘ, পাদ্রীপাড়া কালিতলা, লালবাগান চক, বউবাজার, কোলেপুকুর, সন্তান সংঘ, বিবিরহাট, কোলাবাজার প্রভৃতি কমিটির পূজাগুলি। তাই আল দেরী কেন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে চলে আসুন এই রুট ধরে। সহজ পথেই দর্শন করতে পারবেন অনেক জগদ্ধাত্রী ঠাকুর। সাথে দারুন দারুন পূজা মন্ডপ।

Advertisements