Reliance Jio: জিওর এই নতুন চালে কুপোকাত Airtel এবং BSNL, ব্যবসা উঠে যাওয়ার জোগাড়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Jio: ভারতের টেলিকম ব্যবসায়ী সম্প্রতি বিএসএনএল তার অত্যাধুনিক পরিষেবার দ্বারা গ্রাহকদের আকৃষ্ট করেছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, BSNL 4G এবং 5G নেটওয়ার্কে অগ্রগতির পথেই হাঁটছে। বিএসএনএল সম্প্রতি 5G সম্পর্কে যা ঘোষণা করেছে তাতে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে Airtel, Jio এবং Vodafone Idea-এর মতো প্রতিযোগীদের। বিএসএনএল পছন্দ করার অন্যতম কারণ হলো এর সাশ্রয়ী মূল্যের বিভিন্ন প্ল্যান। কিন্তু বিএসএনএল এবং এয়ারটেলকে করা জবাব দিতে Jio একটি রিচার্জ প্ল্যান চালু করেছে। কম খরচায় উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের পরিষেবা।

Advertisements

আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হলো রিলায়েন্স জিওর (Reliance Jio) নতুন রিচার্জ প্ল্যান। জেনে নেব রিলায়েন্স জিও এমন কোন নতুন পরিকল্পনা বাজারে আনলো যাতে লাভবান হবে সাধারণ মানুষ। এই বিশেষ Jio প্ল্যানটি ৮৪ দিনের বৈধতা, সীমাহীন কলিং, উদার ডেটা ভাতা এবং এমনকি OTT সাবস্ক্রিপশন অফার করে। আসুন জেনে নিই কি কি সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যান করলে এবং এর মূল্য কত?

Advertisements

যদি কোন গ্রাহক জিওর (Reliance Jio) এই নতুন রিচার্জ প্ল্যানটি নেন তাহলে তিনি ৮৪ দিনের জন্য এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের মূল্য নিয়ে চিন্তা করতে হবে না। গ্রাহকরা যদি এই রিচার্জ প্ল্যানটি নেন তাহলে প্রতিদিন ২GB ডেটা পাবেন, এছাড়াও প্ল্যান চলাকালীন মোট ১৬৮GB পর্যন্ত ডেটা পাবেন গ্রাহকেরা। যদি দৈনিক ডেটার সীমা শেষ হয়ে যায় তাহলে ইন্টারনেটের গতি ৬৪Kbps-এ নেমে আসে।

Advertisements

আরো পড়ুন: একটিমাত্র শব্দ আর ভারতীয় রেলের ক্ষতি হল প্রায় ৩ কোটি টাকা, কি ঘটেছিল আসলে

এই রিচার্জ প্লানে শুধুমাত্র যে ডেটার সুবিধা পাওয়া যাবে তা নয় গ্রাহকেরা এতে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এবং SMS করার দুর্দান্ত সুযোগ। জিও থেকে যে কোন নেটওয়ার্কের সীমাহীন কল করতে পারবেন এবং যদি আপনার ডাটা কম থাকে তাহলেও কল আটকাবে না। একেবারে বিনামূল্যে প্রতিদিন করতে পারবেন মোট ১০০ টি এসএমএস।

আরো পড়ুন: বিএসএনএল এর দাবি অনুযায়ী বাড়বে না মাশুল, জানুন বিস্তারিত খবর

এছাড়াও জিওর এই নয়া প্ল্যানে রয়েছে প্রচুর বাড়তি সুবিধা। প্রতিদিন ২GB ডেটা, সাথে পাওয়া যাবে ১০০ টি SMS এবং সীমাহীন কলিং এর সুবিধা। প্ল্যানটি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলিতে সহজেই অ্যাক্সেসযোগ্য। ব্যবহারকারীরা Amazon Prime Lite এবং JioCinema-এর সাবস্ক্রিপশন নিতে পারবেন এই প্ল্যান এর মাধ্যমে। বাড়তি সুবিধা হিসেবে পেয়ে যাবেন JioTV এবং JioCloud পরিষেবাগুলি। দেরি না করে চটপট নিয়ে ফেলুন জিওর (Reliance Jio) এই নতুন রিচার্জ প্ল্যান।

সন্দেহ নেই যে প্ল্যানটি বিভিন্ন সুবিধা নিয়ে আসছে গ্রাহকদের মন জয় করার জন্য। Jio এই প্ল্যানের সাথে বিনামূল্যে সীমাহীন ৫G ডেটা পেয়ে যাবেন। Jio আগেই ঘোষণা করেছিল যে ২GB বা তার বেশি দৈনিক ডেটা অফার করে এমন কোনও প্ল্যানে বিনামূল্যে সীমাহীন ৫G ডেটা অ্যাক্সেস অন্তর্ভুক্ত থাকবে। কোনরকম অতিরিক্ত খরচ ছাড়াই জিওর এই একাধিক সুবিধা লাভ করতে পারবে সাধারণ মানুষ।

Advertisements