Indian Railways Cheapest Train: ভারতীয় রেল হল দেশ তথা সারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিবহন ব্যবস্থা। যাত্রীদের সুবিধার্থে নানারকম প্রকল্প নিয়ে আসে ভারতীয় রেল এবং পরিষেবার দিক থেকেও আগের থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করছে। শিরা উপশিরার মত ভারতীয় রেল ছড়িয়ে রয়েছে গোটা দেশে। বিভিন্ন ট্রেনের কোচগুলোকে আরামদায়ক এবং সুরক্ষিত করতে নানারকম প্রচেষ্টা নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বর্তমানে বিভিন্ন ট্রেনে দেখতে পাবেন নানারকমের কোচ যা যাত্রাকে আগের থেকে আরও অনেক বেশি আরামদায়ক করে তুলেছে। টিকিট বুকিং এর ক্ষেত্রেও যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখে ভারতীয় রেল। এখন পর্যন্ত নিশ্চয়ই যেকোনো ট্রেনে SL, 1A, 2A, 3A, 2S এবং CC ক্যাটাগরির কোচ দেখেছেন?
আরো পড়ুন: IRCTC’র নয়া যুগান্তকারী উদ্যোগ, বিশ্বমানের প্যাকেজ ট্যুরে পর্যটনে নতুন বিপ্লব
সম্প্রতি ভারতীয় রেলে সংযুক্ত হয়েছে একটি নতুন কোচও (Indian Railways Cheapest Train)। যার গায়ে লেখা আছে M1, M2 ইত্যাদি লেখা। ২০২১ সালে AC-3 অর্থাৎ 3A ক্যাটাগরির কোচের উন্নত সুবিধাসহ রেলওয়ের দ্বারা ট্রেনে কিছু কোচ যুক্ত করা হয়েছিল। উন্নত মানের এই নতুন ধরনের কোচ এম কোড নামে পরিচিত। খুব কম সংখ্যক ট্রেনে এই সুবিধা পরিলক্ষিত হয়েছে।
আরো পড়ুন: বন্দে ভারত ট্রেনের পরিচর্যায় দায়িত্বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে মেশিন লার্নিং
কোন ট্রেনে দেখা যাবে এই নতুন ধরনের কোচ? রেলওয়েতে AC-3 ইকোনমি কোচগুলি পুরানো AC-3 টিয়ার থেকে নতুন। এগুলির সবই আধুনিক পরিষেবা দ্বারা সজ্জিত। এমনকি কোচের নকশাও আগের থেকে আরো অনেক বেশি উন্নত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এসি-৩ ইকোনমি কোচে প্রতিটি আসনের যাত্রীর জন্য বিশেষ পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় রেল। এর পাশাপাশি প্রতিটি আসনের জন্য বোতল স্ট্যান্ড, রিডিং লাইট ও চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভ্রমণ যেন আগের থেকে আরও অনেক বেশি আরামদায়ক হয়ে উঠেছে। AC-3-এ ৭২টি আসন রয়েছে। পাশাপাশি এসি-থ্রি ইকোনমিতে যুক্ত করা হয়েছে আরো ১১টি আসন। মোট আসন সংখ্যা বর্তমানে ৮৩টি।
AC-3 ইকোনমি ক্লাসও AC-3 টায়ারের মতো একটি কোচ। যাত্রীরা এই কোচে পেয়ে যাবেন বাড়তি সুবিধা এবং AC-3 টিয়ারে উপলব্ধ সমস্ত সুবিধা। একটি বড় পার্থক্য হল ট্রেনটিতে AC-3 টায়ার কোচ রয়েছে। এতে কোনো এসি-৩ ইকোনমি কোচ নেই। এসি-৩-এর নতুন কোচের নাম দেওয়া হয়েছে এসি-৩ ইকোনমি।