Salary of Chief Justice: দেশের শীর্ষ আদালতের বিচারপতি সম্পর্কে আজকের প্রতিবেদনে জানতে পারবেন বিস্তারিতভাবে অনেককিছুই। ১৯৫৮ সালের সুপ্রিমকোর্টের বিচারপতি আইনের অধীনে সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতা সবই প্রদান করা হয়ে থাকে। ধরুন সুপ্রিমকোর্টের বিচারপতিদের যখন বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতার ক্ষেত্রে পরিবর্তন আসবে তখন সংশোধনী পেশ করতে হবে ওই আইনের ক্ষেত্রে। শীর্ষ আদালতের বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতার পার্থক্য হয় বিভিন্ন সময়ে।
এই সংশোধন শেষ হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতা সমস্ত কিছুই ২০১৬ সালের ১লা জানুয়ারিতে সংশোধন করা হয়েছিল শেষবারের মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধনী বিল আনার প্রস্তাবে ২০১৭ সালের ২২ নভেম্বর অনুমোদন দিয়েছিল। রাষ্ট্রপতি সংশোধন বিলে অনুমোদন দিয়েছিল। সেইমতো ২০১৬ সাল থেকে সংশোধিত বেতন কার্যকর হয়েছে।
আরো পড়ুন: জিওর এই নতুন চালে কুপোকাত Airtel এবং BSNL, ব্যবসা উঠে যাওয়ার জোগাড়
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেতনের (Salary of Chief Justice) পরিবর্তন হয়েছে ১৯৫০ সাল থেকে মোট চারবার। ১৯৫০ সালে ভারতের প্রধান বিচারপতির মাসিক বেতন ছিল ৫,০০০ টাকা। ১৯৮৬ সালে তা পরিবর্তন করে হয় ১০,০০০ টাকা। ১৯৯৬ সালে করা হয়েছিল ৩৩,০০০ টাকা। ২০০৯ সালে সেটা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছিল। একেবারে শেষবারের মতো ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মতো ২০১৬ সালে বেতন বাড়ানো হয়েছে।
আরো পড়ুন: সস্তায় পুষ্টিকর যাত্রা করতে চান, চটজলদি কেটে ফেলুন এই কোচের একটি টিকিট
এখন সবথেকে আলোচ্য বিষয় হলো ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির পেনশন এবং মাইনে (Salary of Chief Justice) কত? কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতি মাসিক বেতন হিসেবে পান ২.৮ লাখ টাকা। গ্র্যাজুইটি বাবদ ২০ লাখ টাকা পান ভারতের প্রধান বিচারপতি। আর পেনশন বাবদ বছরে ১৬.৮ লাখ টাকা পেয়ে থাকেন। এই সবকিছুর সঙ্গে যুক্ত হয় ডিয়ারনেস রিলিফ। ভারতের প্রধান বিচারপতিরা ভাতা হিসেবে(Salary of Chief Justice) কত টাকা পায়? ফার্নিশিং অ্যালোওয়েন্স হিসাবে তাদের দেওয়া হয় ১০ লাখ টাকা। হাউস রেন্ট অ্যালোওয়েন্স হিসেবে বেসিক স্যালারির ২৪ শতাংশ পান ভারতের প্রধান বিচারপতিরা। পাশাপাশি ‘সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স’-র জন্য মাসিক ৪৫,০০০ টাকা দেওয়া হয়ে থাকে।
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী জানা গেছে যে, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতিদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ ছাড়িয়ে গেছে প্রায় ২৫ শতাংশ। পাশাপাশি তাদের হাউস রেন্ট অ্যালোওয়েন্স বেড়ে গেছে ২৭ শতাংশ। আর যখন তাঁদের ডিএ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে, তখন হাউস রেন্ট অ্যালোওয়েন্স ৩০ শতাংশ বাড়ানো হবে।