Biksthang: এবছরের মত উৎসব-পার্বণ প্রায় সমাপ্তির পথে। ইতিমধ্যে খুলে গিয়েছে বিদ্যালয়। ডিসেম্বরের প্রথমেই শুরু হয়ে যাবে পরীক্ষা পর্ব। আর তারপরেই বেশ কয়েকদিনের জন্য শীতের ছুটি কাটাবেন শিক্ষার্থীরা। আর এই শীতের ছুটিতে অনেকেই নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আর তাদের জন্য আজকের এই প্রতিবেদনে জানানো হলো এক দুর্দান্ত জায়গার প্ল্যান। প্রকৃতির স্বর্গরাজ্য (Biksthang) বলা হয় এই জায়গাটিকে। যেখানে গেলে প্রকৃতির উদ্দেশ্যে মন সমর্পণ না করে থাকতে পারবেন না। কোথায় এই জায়গা? সেখানে কিভাবেই বা যাওয়া যাবে? কি কি রয়েছে সেখানে? জানতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
শীতকালীন ভ্রমণের জন্য দুর্দান্ত এই জায়গা। জায়গাটির নাম হল বিক্সথাং (Biksthang)। যেখানকার সবুজের পরিবেশ নিমিষেই আপনার মনকে স্পর্শ করতে পারবে। তবে এই জায়গার নামের অর্থ বিভিন্ন জায়গা বিভিন্ন রকম। ভুটিয়াদের কাছে বিক্সথাং শব্দের অর্থ হলো যেখানে বিশেষ পাথর পাওয়া যায়। অন্যদিকে লোকগানে বলা হয়েছে লেপচা শব্দ বিকম থেকেই এই বিক্সথাং নামের উৎপত্তি। যার অর্থ হলো যে স্থানে বাঘ গরুকে ভক্ষণ করেছিল। কোথায় অবস্থিত এই সুন্দরী বিক্সথাং?
আরো পড়ুন: ঘুরে দেখুন হিমাচল প্রদেশের ১০টি অফবিট জায়গা, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে
মনমোহিনী সুন্দরী বিক্সথাংয়ের অবস্থান হল পশ্চিম সিকিমে। অর্থাৎ পশ্চিম সিকিমের পাহাড় ঘেরা সবুজায়নে ভরপুর একটি ছোট্ট গ্রাম হল এই বিক্সথাং। গ্যাংটক শহর থেকে ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় এই সুন্দরী বিক্সথাংয়ে। যার প্রাকৃতিক সৌন্দর্য আধুনিকতার ধরা ছোঁয়ার বাইরে। নিরিবিলিতে প্রকৃতির সাথে সময় কাটানোর এক দুর্দান্ত জায়গা হল এটি। কিভাবে পৌঁছানো যাবে বিক্সথাংয়ে।
আরো পড়ুন: কম সময় ও কম খরচে স্নো ফলের আনন্দ পেতে ছুটে যান এই সমস্ত শীতের দেশে
বিক্সথাং পৌঁছাতে গেলে প্রথমে হাওড়া থেকে ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছাতে হবে। তারপর শিলিগুড়ি থেকে সুমো করে জোরথাংয়ে পৌঁছাতে হবে। তারপর জোরথাং থেকে বিক্সথাংয়ে পৌঁছানোর গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়ি ধরে সহজেই বিক্সথাংয়ে (Biksthang) পৌছে যাওয়া যাবে। যেখানে থাকার জন্য সুন্দর সুন্দর ঘর পাওয়া যাবে। রয়েছে হেরিটেজ ফার্মহাউস। এছাড়া রয়েছে হোমস্টের সুবিধা। অনলাইনে সার্চ করে নিজেদের পছন্দমত থাকার জায়গা খুঁজে নিতে পারেন।
কি কি রয়েছে এই সুন্দরী বিক্সথাংয়ে? সিকিমে অবস্থিত এই সুন্দরী গ্রামে (Biksthang) রয়েছে প্রকৃতির মনমুগ্ধকর দারুন দারুন দৃশ্য। সবুজায়নে ভরপুর এই গ্রামে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। যা সাদা বরফে আবৃত। এছাড়াও এই নিরিবিলি গ্রামে শুনতে পাওয়া যাবে বৌদ্ধ সন্ন্যাসীদের মন্ত্র উচ্চারণ। যা আপনাকে অন্য জগতে নিয়ে চলে যাবে। পাশাপাশি এই গ্রামে রয়েছে বহু মনেস্ট্রি। যেমন দুধি মনেস্ট্রি, তাশিডিং মনেস্ট্রি, সাং চোলিং মনেস্ট্রি প্রভৃতি। চারিদিকে দৃশ্যমান হবে সারি সারি ওক গাছ। এছাড়াও এখানে দেখা মিলবে হিমালয়ান পাখিদের। পাশাপাশি কেউ হর্স রাইডিং করতে চাইলেও সেই সুবিধা মিলবে এই বিক্সথাংয়ে। দেখার মতো রয়েছে পয়জন পোখরি, ফুরসাচো হট স্প্রিং ইত্যাদি। ফলে মন ফুরফুরে করার জন্য এই সুন্দরী বিক্সথাং একদম উপযুক্ত জায়গা।