Vande Bharat Express: ভারতীয় রেলওয়ে হল এশিয়ার একটি বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। দেশের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো ভারতীয় রেল। গোটা বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে এই ভারতীয় রেল। যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিষেবা এবং প্রযুক্তির দিক থেকেও আধুনিক হচ্ছে ভারতীয় রেলব্যবস্থা। রেলওয়ে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য। ভারতীয় রেলের আধুনিকতম ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস।
ইতিমধ্যে সারাদেশেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে বন্দে ভারত। দেশের বিভিন্ন জায়গা এমনকি বাংলাতেও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলছে। আশা করি বহু মানুষের ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন চড়া হয়ে গেছে। কেউ কেউ আবার হয়তো প্ল্যানিং করছেন বন্দে ভারত চড়বেন বলে। যারা এখনো চড়েননি তাদের জন্য কিন্তু দুর্দান্ত খবর। একেবারে বাসের ভাড়াতেই আরামে যেতে পারবেন বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে।
আরো পড়ুন: ভারতে চালু হবে ইঞ্জিনহীন হাই-স্পিড ট্রেন, চলবে রাজধানীর থেকেও দ্রুত
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এক বিশেষ খবর, কেরলের জন্য ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন চালু করা হবে। নতুন ট্রেন হয়তো নতুন বছরে কিংবা ডিসেম্বর মাসেই চালু হয়ে যেতে পারে। জনগণের জন্য আরও একটি সুখবর হলো আগামী বছর থেকে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনও। আরামদায়ক সিটে শুয়ে যাত্রীরা দূরপাল্লার যাত্রা করতে পারবেন খুব সহজেই। এই ট্রেনে পাওয়া যাবে আধুনিক সমস্ত পরিষেবা।
আরো পড়ুন: সস্তায় পুষ্টিকর যাত্রা করতে চান, চটজলদি কেটে ফেলুন এই কোচের একটি টিকিট
ভারতীয় রেলের পক্ষ থেকে দেশবাসীর জন্য এটি একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে।। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের ন্যূনতম ভাড়া ৩০ টাকা ধার্য করা হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু কথাটি একেবারে ১০০ শতাংশ সত্যি। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যদি চড়তে চান তাহলে খরচ করতে হবে মাত্র ৩০ টাকা। এছাড়া মাসিক টিকিটের অফারও আনা হয়েছে, একটি টিকিটে মাসে সর্বাধিক কুড়ি বার যাত্রা করা যাবে।
রেল কর্তৃপক্ষের তরফ থেকে চালু করা হবে মান্থলি টিকিট। সেক্ষেত্রে দাম অনেকটাই কমে যাবে। দেশের যেকোন প্রান্তে যাওয়া এখন আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে। যেমন গুজরাটের ভূজ থেকে আহমেদাবাদ যাওয়ার টিকিটের দাম ৪৩০ টাকা। তবে এর সঙ্গে জিএসটি যোগ হবে।